আপনি জানেন কি? কাকা - TopicsExpress



          

আপনি জানেন কি? কাকা তার ক্যারিয়ারে ৮৭ টি চ্যাম্পিয়নস লীগ ম্যাচ খেলেছেন। এর মাঝে মিলানের হয়ে খেলেছেন ৬৮ টি ম্যাচ। তার মানে মাদ্রিদে তিনি খেলেছেন মাত্র ১৯ টি ম্যাচ। ৪ বছরে মাত্র ১৯ ম্যাচ!!! আরো কথা হল তিনি এই ১৯ ম্যাচের ৩ টি ম্যাচে সাব হিসেবে খেলেছেন,আর মাত্র ৬ টি ম্যাচে পুরো ৯০ মিনিট খেলেছেন। মিনিটের হিসেবে ১৪১৩ মিনিট (হালকা কম বেশী হবে),যা ওজিল ও ডি মারিয়ার ৫ এর ১.২৫ ভাগ। কাকার থেকেও বেশি খেলেছেন আরবেলোয়া। গড় প্রতি ম্যাচ আর মিনিট হিসেব করলে দেখা যায় তখন কাকা থেকে ও বেশী খেলেছেন লা সানা দিয়ারা। কিন্তু মজার ব্যাপার হল এদের সবার থেকে গোল গড় আর এসিস্ট গড় কাকার বেশী। গোল গড়ের দিক থেকে একমাত্র ক্রিস আর বেঞ্জু এগিয়ে,ইভেন হিগুয়েন ও কাকার পিছনে ছিল। আর এসিস্ট? নিচের স্ট্যাটিসটিকস টা দেখেন.... -১৯ ম্যাচ -১৪১৩ মিনিট -৬ গোল -১০ এসিস্ট এবার চিন্তা করেন ম্যাচ প্রতি কিছু না কিছু কন্ট্রিবিউট কাকার ছিল। মিলানে সারাজিবন খেলে করেছেন ১৫ এসিস্ট। হয়ত কাকা আর ৫/৭ টা ম্যাচ সুযোগ পেলে গিগস এর রেকরর্ডটা ব্রেক করে ফেলতেন। কিন্তু গিগস। এর ভাগ্য ভাল যে তাকে চ্যাম্পিয়নস লীগের সর্বকালের সেরা এসিস্টদাতা হিসেবে মনে রাখা যাবে। ১টা মিডফিল্ডার এর উপর কত প্রেশার ছিল একটু ঠান্ডা মাথায় চিন্তা করেন!! মানে নিয়ম ছিল ১ম্যাচ খারাপ খেললে পরের ১০ ম্যাচ বাদ। কাকার কষ্ট কেউ বুঝে নাই,একমাত্র ক্যাসিয়াস বাদে। কারন সে একি সিচুয়েশন দিয়ে গেছে। যাই হোক কাকা কে হয়ত আর কখনো উয়েফা চ্যাম্পিয়নস লীগে দেখা যাবেনা। অথবা হয়ত থিয়ের অনরির মত মাঝে মাঝে মিলানে ধারে ও খেলতে আসতে পারেন। কে জানে ভবিষয়ত কি হতে পারে? সেটা আমরা জানতে ও চাইনা। তবে কাকা আমাদের কাছে ইউ সি এল এর সর্বকালের সেরা মিডফিল্ডার হয়ে থকাবেন। ক্রেডিট Ricardo Kaka-The Ultimate Maestro
Posted on: Mon, 18 Aug 2014 13:08:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015