আপনি যখন সিঙ্গেল থাকবেন , - TopicsExpress



          

আপনি যখন সিঙ্গেল থাকবেন , তখন মনে হবে রিলেশন করতে পারলে ভালো হইত; রিলেশন হইয়া গেলে মনে হবে , সিঙ্গেলই ভালো ছিলাম। আপনি যখন সাধারন মোবাইল ব্যবহার করবেন, তখন মনে হবে একটা স্মার্টফোন থাকলে ভালো হইত; স্মার্টফোন পাইলে মনে হবে, আগেরটা ভালো ছিল , এক চার্জে দুইদিন যাইত। আপনি যখন স্কুলে পড়বেন তখন মনে হবে বড় হইতেছি না কেন; বড় হইয়া গেলে মনে হবে বড় হইলাম কেন? ... ছোট ছিলাম ভালো ছিলাম। আসলে বেশীরভাগ সময় বর্তমানটা অতীত হয়ে গেলে খারাপ লাগে। এক স্বঘোষিত জ্ঞানী বলছিল,সময় আমাকে ধোঁকা দিতে পারেনা কারন আমি ঘড়ির ব্যাটারি চেঞ্জ করিনা , আমার সময় আটকে আছে নাহ... অত জ্ঞানী হওয়ার দরকার নাই। যে টুক জ্ঞান থাকলে বর্তমানটা উপভোগ করার পর ভবিষ্যৎটা সুন্দর হয়ে যায় ওইটুক থাকলেই যথেষ্ট। সময়টাকে আপনি কখনোই আটকে রাখতে পারবেন না কিন্তু সুন্দর করে তুলতে পারবেন। সর্বশেষে দুইটা খবর দেই; The bad news is Time flies, The good news is youre the pilot Courtesy © Moyla Baba
Posted on: Sat, 23 Aug 2014 10:44:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015