আপনি যদি মহামান্য - TopicsExpress



          

আপনি যদি মহামান্য এয়ারটেল এর মহান পোস্ট পেইড প্যাকেজের তুচ্ছ গ্রাহক হয়ে থাকেন তবে নিচের তথ্যগুলো আপনার জন্য ঃ ====================================================== মোবাইল ফোন এখনকার দিনে মানুষের জীবন যাত্রা সহজ করার জন্য অতিমাত্রায় ব্যবহার করা হচ্ছে সেখানে এয়ারটেল বলছে আপনার 1GB Internet package ক্রয় করার জন্য customer service center এ গিয়ে টাকা জমা দিতে হবে। তো customer service center কোথায়? কখন যেতে হবে? ওদের দেয়া সময়মত গিয়ে দেখা গেল ১টা center বন্ধ আর আরেকটা transfer হয়ে গেছে, আবার যোগাযোগ করা হলে জানানো হল transfer এর কোন information তাদের কাছে নেই। আর বাকীটা বন্ধ কেন সেটা তাদের জানা নেই। ঊপসংহার ; তোমাদের ভয়েস কল ব্যবহারে বাধ্য হলেও তোমার 3G তথা Internetকে লাল সালাম। দৌরের উপর থাক তোর customer service নিয়া।
Posted on: Fri, 08 Nov 2013 15:36:52 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015