আপনার এ্যানড্রোয়েড - TopicsExpress



          

আপনার এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি। যারা জানেন না তাদের জন্য। আমার অনেকেই নকিয়ার বিভিন্ন মডেলের ফোন দিয়ে পিসিতে নেট ইউস করি যে খানে আমাদের পিসি সুইট নামক একটা সফটওয়ার দরকার হয় কিন্তু এখন স্মারট ফোনের যুগ যার মধ্যে অ্যানড্রোয়েডের চালিত সেট গুলো অন্যতম। দামে কম হওয়া আমরা অনেকেই অ্যানড্রোয়েডের চালিত সেট ব্যবহার করি। ওনেক কোম্পানীই তাদের সেটের সাথে ড্রাইভার দেয় না ফলে আমরা ড্রাইভারের অভাবে ওনেকেই সেট দিয়ে পিসিতে নেট ব্যবহার করতে পারি না। তাই আমি আজ দেখাবো কি ভাবে এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করা যায় তার পদ্ধতি। যা যা লাগবে। 1. 1টি এ্যানড্রোয়েড ডিভাইস 2. ডাটা ক্যবল 3. নেটি এ্যাকটিভেটেড সিম যে কোন অপারেটর 4. পিসি এ্যানড্রোয়েড মোবাইল কে মডেম বানিয়ে পিসি থেকে ইন্টারনেট ব্যবহার করার পদ্ধতি। 1. USB Debugging Mode অন করুন। USB Debugging Mode অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন। Home/App drawer>Settings>Applications >Development> USB Debugging (Select) [USB Debugging এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন।] 2. মোবাইলের ডাটা কানকশন অরথাত সেটের নেট কানেকশন অন করুন (যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেটি এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন) মোবাইলের নেট কানকশন অন করতে নিচের কমান্ডটি অনুসরন করুন Home/App drawer>Settings>SIM Management >Data Connection>Select SIM [যদি ডুয়েল সিমের সেট হয় তবে যে সিমে নেটি এ্যাকটিভ করা সেই সিম দিয়ে নেট কানেক্ট করবেন।] 3. আপনার ডিভাইসকে ডাটা ক্যবলের মাধ্যমে পিসির সাথে কানেক্ট করুন। 4. USB Tethering অন করুন, অন করতে নিচের কমান্ড প্রয়োগ করুন। Home/App drawer>Settings>Wireless & Networks >Tethering & portable hotspot>USB tethering (Select) [USB tethering এর ফাকা বক্সে টিক চিহ্ন দিয়ে সেলেক্ট করুন। 5. কিছুক্ষন অপেক্ষা করুন (30 সে.) আপনার পিসি এখন নেট ব্যবহারের জন্য প্রস্তুত। আপনি এখন নেট ব্যবহার করতে পারবেন আপনার পিসি থেকেই।Admin:Sattar
Posted on: Mon, 23 Sep 2013 17:42:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015