আপনার কম্পিউটার ও - TopicsExpress



          

আপনার কম্পিউটার ও পেনড্রাইভ কে টিকা দিন, অটোরান ভাইরাস থেকে নিরাপদে থাকুন চিরজীবন । কম্পিউটার থেকে পেনড্রাইভ বা মেমোরিকার্ড দিয়ে আমরা সাধারণত আমাদের বিভিন্ন প্রয়োজনীয় ডাটা আদান-প্রদান করে থাকি। আর এটি করতে গিয়েই ঘটে বিপত্তি! কখন যে আমাদের সাধের পেনড্রাইভ বা কম্পিউটারে ভাইরাস ঢুকে যায়, আমরা বুঝতেই পারি না। এই ভাইরাসের হাত থেকে মুক্তি পাবার জন্য আমরা সাধারণত অ্যান্টিভাইরাস ব্যবহার করে থাকি। এর পাশাপাশি অটোরান ভাইরাস দূর করার জন্য USB Disk Security, Autorun Remover ইত্যাদি বিভিন্ন বাহারি সফটওয়্যারও অনেকেই ব্যবহার করে থাকে। অনেকক্ষেত্রেই এত সফটওয়্যার ব্যবহার করা সময়সাধ্য এবং বিরক্তিকর ব্যপার!! যদি মাত্র ১ টি ক্লিক করেই আজীবণের জন্য এতসব ঝামেলা থেকে মুক্তি পাওয়া যেত, তাহলে কেমন হত???? শুনতেই খুব ভাল লাগছে তাইনা?? তাহলে ভাবুন বাস্তবে এমনটি হলে কতই না সুবিধা হত!! ডাউনলোড লিংক- pchelplinebd/archives/62843 +++++++++++++++++++++++++++++++ ভাল লাগলে লাইক ও কমেন্ট করুন।
Posted on: Mon, 28 Jul 2014 13:02:35 +0000

Recently Viewed Topics




© 2015