আপনারা জানেন Inversion কি? একটু - TopicsExpress



          

আপনারা জানেন Inversion কি? একটু সময় হবে ? আমার পোষ্টটি দেখলে আশা করি জানতে পারবেব এই Inversion কি এবং কেন এক্সামে আমাদের ভুল হয় এই গ্রামার Item টি। Emphasize করার জন্য Adverb কে তার নিজের place থেকে সরিয়ে এনে বাক্যের শুরুতে ব্যবহার করার নাম হল Inversion। → এটি সাধারণত Negative meaning বা expression কে emphasize করার জন্য বাক্যে ব্যবহার করা হয়। এই Negative Expression গুলো আসলে Adverb। → Inversion can take place when a sentence begins with any of the following : ♦ Some negative Expressions : No, neither, Not, Nor, Not until, At mo time , Never, No sooner, None, Not once, By no means .. ♦ Near negative expressions : Hardly, Barely , Scarcely, Seldon, almost never, little, hardly ever .. এবার আসুন দেখি একটি সাধারণ বাক্য এবং একটি Inversion used বাক্যের মধ্য কি অমিল আছে । √ সাধারণ বাক্য : sub + auxiliary+negative+verb+obj Example : He had never gone there before. √ Inversion বাক্য : Negative + auxiliary + sub + verb + obj Example : Never had he gone there before. →| N.B. : Negative অর্থ প্রকাশক adverb গুলো বাক্যের শুরুতে ব্যবহার হলে তার পরেই Auxiliary verb বসে যায়। আশা করি আমার প্রচেষ্ট আপনাদের ভাল লেগেছে। ধন্যবাদ। মামুন
Posted on: Thu, 01 Aug 2013 14:30:13 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015