* আপনার ফেইসবুল আইডি ব্লক - TopicsExpress



          

* আপনার ফেইসবুল আইডি ব্লক থেকে বাচান। * সকলে পরবেন আশা করি লাভবান হবেন। * আগেই আমি বলে নিচ্ছি এটা করার পরে আমি ১০০ % নিশ্চিত আপনার আইডি ব্লক হলে ১ মিনিটে আনব্লক করতে পারবেন কোন পটো ভেরিফিকেশন ছাড়াই!!! * এখন ফেইসবুকে একটা বড় সমস্সা হল শুধু শুধু আইডি ব্লক হয়ে যায় এবং পটো ভেরিফিকেশন করতে হয়, তাই এখন অনেকেই তার প্রিয় আইডিকে হাড়িয়ে ফেলতে চলেছেন, তাই আমি বলছি যখন কোন আইডি ব্লক করা হয় তখন যে পটো গুলো ভেরিফাই করতে দেয়া হয়, তা হল তার বন্ধুদের ট্যাগ করা পটোগুলো তাই আর আপনি যদি ট্যাগ করা পটো আনট্যাগ করে দেন, অর্থাত আপনার To Untag Photos From Your Facebook Profile: Go To → Profile → And Click On The Photos → Photos Of You →এবার এক এক করে (Photos Of You) এলবামে যতগুলো পটো আছে সবগুলো আনট্যাগ করে দিন →ব্যাস আপনার কাজ শেষ ! কোন পটো জমা না থাকে তাহলে সেই অবস্থায় আপনার আইডি যদি ব্লক হয়ে যায় তখন আপনাকে পটো ভেরিফাই করতে হবে না। তখন আপনার মোবাইল নামবারে কনফারমেশন কোড সেন্ড করে আপনার প্রিয় আইডিটি আপনি আবার ফিরে পাবেন। * পরামর্শ-আপনি নিজে কাওকে পটো ট্যাগ করবেন না, এবং কেউ যদি আপনাকে করে তাহলে উপরের নিয়ম অনুযায়ী আনট্যাগ করে দিবেন, তাহলে আমি ১০০ % নিশ্চিত আপনার আইডি কখনো হারাবেন না, এবং যদিও কখনো ব্লক হয় তাহলে পটো ভেরিফাই ছাড়াই আনব্লক করতে পারবেন। ** ভাই পোস্ট টি লিখতে লিখতে হাত ব্যাথা হয়ে গেছে প্রায় তাই আশা করি লাইক চেয়ে নিতে হবে না..…। ¤ আরিফুল ইসলাম ¤
Posted on: Fri, 02 Aug 2013 13:15:42 +0000

Trending Topics