আফসোস ওনাকে বাঁচাতে - TopicsExpress



          

আফসোস ওনাকে বাঁচাতে কোন পীর বাবা অথবা অলি আওলিয়া এগিয়ে আসলো না!!!! এমন কি তিনি একটি মাজারের ও খতিব ছিলেন, সেই মাজারে শুয়ে থাকা পীর বাবা ও বাঁচাতে আসলো না!!!! আফসোস!! আফসোস!! অথচ এই মাওলানা সাহেব তার সারা জীবন এসব পীর বাবা ও অলি আওলিয়া দের কেরামতির গল্প শুনিয়েছেন, এমন কি মৃত্যুরর পরও যে তারা অনেক কেরামতি দেখিয়েছেন তা শুনিয়েছেন, যারা সাক্ষ্য প্রদান করেছেন লা ইলাহা ইল্লা আল্লাহ্ এবং মুহাম্মদ রাসুলুল্লাহ (সাঃ) তার বান্দা এবং রাসুল তাদের জন্যে শিক্ষা রয়েছে এই মাওলানা ফারুকির মৃত্যু তে, আল্লাহ্ আমাদের লা ইলাহা ইল্লা আল্লাহ্ কালেমা কে বুঝার এবং সে অনুযায়ী জীবন গড়ার তাওফিক দান করুন। আমিন
Posted on: Sun, 31 Aug 2014 16:54:40 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015