আবহমান বাংলার হাজার - TopicsExpress



          

আবহমান বাংলার হাজার বছরের ইতিহাসে শেখ মুজিবুর রহমান একটি অবিস্মরণীয় বিস্ময়কর নাম। অবিভক্ত বাংলার ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বাংলার মানুষ যে রাজনৈতিক নেতাদের শ্রদ্ধা ও ভালোবাসায় সিক্ত করেছেন, তাদের নামের সঙ্গে যুক্ত করেছেন একটি করে বিশেষণ। যেমন চিত্তরঞ্জন দাশের নামের সঙ্গে যুক্ত হয়েছিল ‘দেশবন্ধু’, সুভাষ বসুর নামের সঙ্গে ‘নেতাজি’। আবুল কাশেম ফজলুল হক হয়েছিলেন ‘শেরেবাংলা’। একইভাবে শেখ মুজিবুর রহমান হয়েছিলেন ‘বঙ্গবন্ধু’। এখন মহাÍাজি বললে যেমন মোহনদাস করমচাঁদ গান্ধীকে বোঝায়, কবিগুরু বললে যেমন রবীন্দ্রনাথ ঠাকুরকে বোঝায়, তেমনি শেখ মুজিবুর রহমানের পরিচিতি বঙ্গবন্ধু হিসেবে। বাঙালির হাজার বছরের আশা- আকাক্সক্ষা, বেদনা-বিক্ষোভ ও আবহমান বাংলার ঐতিহ্যকে বঙ্গবন্ধু নিজের চেতনায় আÍস্থ করেছেন। তার কণ্ঠে বাঙালি জাতির সার্বিক মুক্তির আকাক্সক্ষা প্রতিধ্বনিত হয়েছে। তিনি সাম্রাজ্যবাদবিরোধী জাতীয়তাবাদী আন্দোলনের মূর্ত প্রতীক। তিনি বিশ্ব শান্তি আন্দোলনের অন্যতম সেনানী এবং সমকালীন বিশ্বের মানবজাতির মুক্তিসংগ্রামে নিবেদিত-প্রাণ উৎসর্গীকৃত সন্তানদের একজন। শেখ মুজিবুর রহমান বাঙালি জাতীয়তাবাদের প্রবক্তা ও স্বাধীন সার্বভৌম বাংলাদেশ রাষ্ট্রের প্রতিষ্ঠাতাÑ জাতির জনক। শেখ মুজিবুর রহমানের কৃতিত্ব একটি ভাষাভিত্তিক অসাম্প্রদায়িক স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার মধ্যেই সীমাবদ্ধ নয়। পৃথিবীর ইতিহাসে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠায় যারা নেতৃত্ব দিয়েছেনÑ যেমন ইতালিতে ম্যাটসিনি ও গ্যারিবল্ডি, মার্কিন যুক্তরাষ্ট্রে জর্জ ওয়াশিংটন, ভারতে মহাÍা গান্ধী, তারা সবাই বিশ্বের মহানায়ক। উপনিবেশবাদের কবল থেকে ভারতের স্বাধীনতার জন্য মহাÍা গান্ধীর অবদান, কিংবা হল্যান্ডের অধীনতা থেকে ইন্দোনেশিয়াকে স্বাধীন করার ক্ষেত্রে সুকর্নোর ভ‚মিকার কথা স্মরণ রেখে স্বাধীন বাংলাদেশ প্রতিষ্ঠায় বঙ্গবন্ধু শেখ মুজিবের অবদানের বৈশিষ্ট্য এবং নেতৃত্বের পার্থক্য কোথায়Ñ তার বিশ্লেষণ প্রাসঙ্গিক। এ প্রসঙ্গে স্মরণ রাখা প্রয়োজন, ভারত উপমহাদেশে বিদেশী শাসকের অধীনতা ছিন্ন করার স্বাধীনতার সংগ্রাম, ফরাসি অধীনতা থেকে আলজিরিয়া, ভিয়েতনামের স্বাধীনতা সংগ্রামের পটভ‚মি, ব্যাপক অর্থে এক হলেও এই উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ধারার সঙ্গে উল্লিখিত সংগ্রামগুলোর চরিত্রগত পার্থক্য রয়েছে। রাজনৈতিক-সামাজিক ধারাবাহিক বিবর্তনের মধ্য দিয়েই শেখ মুজিবুর রহমান ইতিহাসের মহানায়কের অবস্থানে উন্নীত হতে পেরেছিলেন। তার ভাবনা-চিন্তা-আদর্শবোধ-জীবন দর্শন ইত্যাদি মৌলিক উপাদানগুলো ক্রমান্বয়ে বিকশিত হয়েছে। এক অবস্থান থেকে উন্নততর অবস্থানে উত্তরণ ঘটেছে। উত্তরণ ও বিবর্তনের এ গতি কোন দিন বন্ধ হয়নি, অব্যাহত থেকেছে জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত। রাজনীতির অনেক আঁকাবাঁকা পথে তাকে চলতে হয়েছে, অনেক আগপাছ করে তাকে রাজনীতির পথ পরিক্রম করতে হয়েছে, প্রতিক‚লতার মুখে কখনও কখনও তাকে সাময়িক আপসও হয়তো করতে হয়েছেÑ কিন্তু তার সামগ্রিক বিবর্তনের গতি ছিল সামনের দিকে, প্রগতি অভিমুখে। পাকিস্তান প্রতিষ্ঠার পর দীর্ঘ ২৩ বছর পাকিস্তানি শাসকশ্রেণীর বৈষম্য- নীতি, শোষণ ও অগণতান্ত্রিক কার্যক্রমের বিরুদ্ধে শেখ মুজিবুর রহমানের সংগ্রামের কথাই বারবার ঘুরে-ফিরে আসে। রাজনৈতিক ক্ষেত্রে তিনি গুরুত্বপূর্ণ অবদান রেখেছিলেন বাংলার মানুষের অধিকার আদায়ের ক্ষেত্রে। তখন থেকেই তিনি দেশের ইতিহাস, সংস্কৃতি, বাঙালি জীবনের বৈশিষ্ট্য নিয়ে চিন্তাভাবনা করতেন। শেখ মুজিবুর রহমান পাকিস্তান শাসনামলে বাঙালির জন্য ভেবেছেনÑ কোন শ্রেণী, সংগঠন, পেশা বা কোন গোষ্ঠীর কথা আলাদা করে ভাবেননি। অবশ্য এসব সামাজিক-আর্থিক অবস্থানের বিভিন্ন শ্রেণীর মানুষের সমস্যাগুলোকে তার কর্মে ও ভাবনায় তিনি স্থান দিয়েছিলেন। বঙ্গবন্ধুর ভাবনাজুড়ে ছিল হাজার বছরের বাংলাদেশ। তার সোনার বাংলার স্বপ্ন দেখার ইতিকথা কেবল পাকিস্তান আমলে অন্যায়-অবিচারের বিরুদ্ধে আন্দোলনের যুগের নয়, তারও আগের। শেখ মুজিব সর্বভারতীয় রাজনীতি অপেক্ষা বাংলার রাজনীতি, বাংলার ভাগ্য নিয়ে বেশি ভাবতেন, বাংলার দুঃখী মানুষের কথা তার রাজনৈতিক কর্মে ও ভাবনায় কৈশোর থেকেই স্থান করে নিয়েছিল। এ কারণেই তাকে প্রদত্ত ‘বঙ্গবšু¬ু’ উপাধি জনগণের ভালোবাসার দান হিসেবে সার্থক হয়ে উঠেছে। শেখ মুজিবের জীবন ও কর্ম তথা রাজনৈতিক ইতিহাসকে বাংলাদেশের মর্মকথার নৈর্ব্যক্তিক ইতিহাস, বাংলাদেশের বহির্জগতের রাজনীতি, সমাজ ও অর্থনীতির ইতিহাস থেকে বিচ্ছিন্ন করে চিত্রিত করা সম্ভব নয়। তার জীবন ও কর্মের ইতিহাস সর্বতোভাবে বাংলাদেশের রাজনৈতিক ও সামাজিক ইতিহাসের সঙ্গে সম্পর্কিত। বঙ্গবন্ধু পূর্বাপর একজন অনমনীয় ও অনন্য সংগ্রামী ব্যক্তিত্ব। এ ক্ষেত্রে তাকে ভারতীয় উপমহাদেশের স্বাধীনতা সংগ্রামের ঐতিহ্যধারার উত্তর-সাধক বলা চলে। সংগ্রামী ব্যক্তিত্ব হিসেবে তার দৃষ্টান্ত তিনি নিজেই। আশৈশব সংগ্রামী ভ‚মিকায় বাংলার স্বার্থের প্রশ্নে তিনি কখনও কোথাও কোন আপস করেননি অথবা কোন চাপের সামনে নতি স্বীকার করেননি। এ কারণেই তাকে বারবার কারাবন্দি হতে হয়েছিল। এ কারণেই তাকে ছয় দফা আন্দোলন- পরবর্তী দেশের মাটিতে আগরতলা মামলার আসামি হিসেবে এবং ১৯৭১-এর মুক্তি- সংগ্রামকালে মৃত্যু-খড়গ মাথার ওপরে ঝুলন্ত অবস্থায় পাকিস্তানে দুঃসহ বন্দি জীবনযাপন করতে হয়েছে। ঠিক একই আপসহীন চারিত্রিক বৈশিষ্ট্যের জন্যই তাকে রাজনৈতিক সহযোদ্ধা এবং আÍীয় পরিজনসহ নৃংশসতম হত্যাকাণ্ডের শিকার হয়ে জীবন দিতে হয়েছে। পৃথিবীর বর্তমান সভ্যতার ইতিহাস পাঁচ হাজার বছর আগে শুরু হলেও নির্মম ও মর্মান্তিক হত্যার ইতিহাস বর্তমান একবিংশ শতাব্দীতেও থেমে নেই। হত্যাকাণ্ডের শিকার মহামনীষীদের নামের সঙ্গে ১৯৭৫ সালের ১৫ আগস্ট বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নামও যুক্ত হয়। ‘অসমাপ্ত আÍজীবনী’তে শেখ মুজিব লিখেছেন : যে কোন মহৎ কাজ করতে হলে ত্যাগ ও সাধনার প্রয়োজন। যারা ত্যাগ করতে প্রস্তুত নয় তারা জীবনে কোন ভালো কাজ করতে পারে নাইÑ আমার বিশ্বাস। এ বিশ্বাস থেকে আমৃত্যু তিনি চুল পরিমাণ বিচ্যুত হননি, এ বিশ্বাস বুকে ধারণ করে দেশের জন্য সর্বোচ্চ ত্যাগÑ নিজের জীবন দিয়ে গেছেন। ইতিহাস যেমন নেতৃত্বের সৃষ্টি করে, নেতৃত্বও তেমনি ইতিহাস সৃষ্টি করে। বাঙালি জাতীয়তাবাদের ধারা যেমন শেখ মুজিবুর রহমানকে ইতিহাসের মূলস্রোতে নিয়ে তাকে দেশের রাজনৈতিক নেতৃত্বে প্রতিষ্ঠা করেছে, ঠিক তেমনিভাবে শেখ মুজিবও বাঙালি জাতীয়তাবাদকে তার রাজনৈতিক সাধনা-সংগ্রামের মধ্য দিয়ে নিয়ে গেছেন একটা পরিণত রূপে স্বাধীন রাষ্ট্র প্রতিষ্ঠার আকাক্সক্ষা পূরণ করে। তাই বাংলাদেশ ও বাঙালির অপর নামÑ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর মহিমা এখন বাংলাদেশ ছেড়ে সারা পৃথিবীতে ছড়িয়ে পড়েছে। সমগ্র পৃথিবীর সর্বকালের শ্রেষ্ঠ নেতাদের সঙ্গে উচ্চারিত হচ্ছে তার নাম। সম্প্রতি হলিউডের একদল চলচ্চিত্রকার আমাকে জানান, হলিউডে শিগগিরই শুরু হচ্ছে বঙ্গবন্ধুর ওপর একটি চলচ্চিত্র নির্মাণের কাজ। হলিউডের রিসার্চ টিমের সদস্যরা ‘বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান : জীবন ও রাজনীতি’ গ্রন্থটি গ্রহণ করার সময় বলেছিলেন, এটি আকর গ্রন্থ হিসেবে বিবেচিত হবে। একটি রক্তক্ষয়ী যুদ্ধবিধ্বস্ত দেশের আর্থ- সামাজিক অবকাঠামো যেখানে সম্পূর্ণভাবে ধ্বংস করে দেয়া হয়েছে, যখন ভারতের ঔদার্যে দেশের বিধ্বস্ত সেতু, সড়কপথ আবার ব্যবহারের উপযোগী করা হচ্ছে, রাষ্ট্রীয় কোষাগার যখন আক্ষরিক অর্থেই কপর্দকশূন্য, সেই সর্বশূন্য অবস্থা থেকে সংক্ষিপ্ততম সময়ের মধ্যে তিনি জাতীয় অর্থনৈতিক প্রবৃদ্ধি ৭ শতাংশে উন্নীত করেছিলেন। এটি সম্ভব হয়েছিল তার প্রজ্ঞা, কঠোর পরিশ্রম এবং দেশের প্রতি অকৃত্রিম ভালোবাসার জন্য। এ প্রবৃদ্ধির হার আজও বাংলাদেশের জন্য একটি ঈপ্সিত লক্ষ্য। বঙ্গবন্ধু বলেছিলেন : ‘ফাঁসির মঞ্চে যাওয়ার সময় আমি বলব, আমি বাঙালি, বাংলা আমার দেশ, বাংলা আমার ভাষা।’ মাত্র ৫৫ বছরের জীবনে বাংলার মাটি ও মানুষের স্বাধীনতা সংগ্রামের এই সংশপ্তক, শত্র“র নিশ্চিত ফাঁসির মঞ্চ থেকেও বেরিয়ে এসেছিলেন, দেশ ও বিশ্ববাসীর দাবির মুখে বীরের বেশে। কিন্তু এ ভালোবাসার কাঙাল মানুষটিকে শেষ পর্যন্ত বুকের রক্ত দিতে হল বাংলার মাটিতে মাত্র সাড়ে তিন বছরের মাথায় কিছু অবিমৃষ্যকারী দেশীয় ও আন্তর্জাতিক চক্রের ষড়যন্ত্রে। The eternal years of Bengal History of Sheikh Mujibur Rahman An unforgettable wonderful name. Undivided Bengal History Reviews can be seen, Bengal people that political Leaders respect and love SOP, their name Associated with the An adjective. Such Chittaranjan Das was associated with the name Deshbandhu, the name of Subhash Bose With Netaji. Abul Kashem Fazlul Haq was D. Similarly, Sheikh Mujibur Rahman Was Bangabandhu. Now Replied Í such as aji great Mohandas Karamacamda refers to Gandhi, poet Rabindranath said such Tagore refers, as Sheikh Mujibur Bangabandhus as contacts. Bengali people hoped would be the year of Desire, pain, burning and Bangabandhu eternal heritage of Bengal A spirit has its own place in Í. Its Voice of the Nation Echoed the aspiration release Said. The anti-imperialist nationalist movement Symbol. The World Of peace movement Figure in the contemporary world Mankind Muktisangrame dedicated soul A dedicated children. Sheikh Mujibur Rahman Bengali nationalism and advocates Independent and sovereign Bangladesh Ñ founding father of the nation. Sheikh Mujibur Rahmans achievement A linguistic universal In the establishment of an independent state Not limited. Earth History of the establishment of an independent state Such as those led Ñ Myatasini and gyaribaldi Italy, The United States, George Washington, Í great care in India, Gandhi, they Man in the world. India from the clutches of colonialism Gandhi, the great soul for freedom Í Contributions, or Holland Indonesia, from the subjugation of the independent Bhamikara to sukarnora Recalling independent Bangladesh in Establish Bangabandhu Sheikh Mujibur Rahman Contribution and leadership characteristics Where differences in his analysis Ñ Relevant. The recalled Need to keep India Foreign rulers of the subcontinent Subordination of freedom to cut off Struggle, Algeria from French domination, Vietnam Patabhami independence, extensive Sense, but this is one of the sub- Section independence Struggles with the specified There are characteristic differences. Political-economic series Through the evolution of Sheikh Mujibur Bike History Hero Position could be promoted. Her worry-adarsabodha-life The basic philosophy etc. Ingredients gradually developed Said. Better from one location Position occurred in the passage. Passage and Not a day off at the speed of evolution, Continued to the last moment of life Far. A lot of politics Crooked was on her way, The pros and cons of the politics Has to pass through, pratikalatara Sometimes in the face of the temporary apasao Ñ but maybe it has to do The overall evolution speed was Forward, in the direction of progress. 3 years after the establishment of Pakistan in the long Pakistani ruling class Discrimination Policies, exploitation and undemocratic Activities against the Sheikh Mujibur Rahman has repeatedly spoken of the struggle Comes back around. Political He made an important contribution in Of our people were Rights cases. The Since the countrys history, Culture, Bengali life characteristics Was thinking of. Sheikh Mujibur Rahman in Pakistan Nation during the Wondering Ñ denomination, organization, Profession or group Figured mentioned. However, they Socio-economic status People of different classes Both the service and the problems of He ranked. Of Bangabandhu was bhabanajure Bangladesh year. Her gold History of Bengal to dream only During Pakistani misrule Not against the movement of the era, even Previous. Sheikh Mujib India Wait Bengal Politics Politics, Bengal luck Aware of, Bengal The poor people of his political Both the task and the space of adolescence Had. Why Given him š bangaba uu designation of the Gift of love handles Has become. Sheikh Mujibs life and work As well as political The essence of history Impersonal history, the Bahirjagatera politics, society and Isolated from economic history Can not be illustrated. Her Life And action history In all grades Political and social history Related. Bangabandhu context of a rigid and unique Struggled personality. The In the Indian Subcontinent independence Aitihyadharara called North-saint. Struggled personality as well as his Instances, he itself. Man and boy Bengal struggled bhamikaya Hes never in the interests of the question Any compromise or no load in Not yielded. The Therefore repeatedly Was to be imprisoned. Why The six-point movement Next country Agartala case on the ground And as the convict mukti 1971 Sangramakale sword of death-head Hanging on Pakistan unbearable living prisoners Has to. Exactly the same blue Because of the characteristics of The political A Í colleagues and relatives parijanasaha nrnsasatama The life of the victims death Has to offer. Five of the current civilization of the world Although thousands of years before the start of a ruthless and History tragic murder Twenty-first century does not stop. Mahamanisidera killings August 15, 1975 with the name of Add the names of the Nation Bangabandhu Sheikh Mujibur Rahman The. Unfinished A Í jibanite Sheikh Mujib Writes: Leave that to the touchscreen and Requires dedication. Leave those They are not ready to make life a I could do a better job Ñ Believe. I need to believe in the hair Delinquent amount was not, believe in To the chest that contains the highest Leave Ñ gave his life. The history of the creation of such leadership, Leadership also make history. Bengali nationalism Article as Sheikh Mujibur Rahman history Him into the mainstream of the country Political Has led to the establishment, the Sheikh Mujib as the Bengali nationalism and its The pursuit of political struggle Took on a mature As an independent state Meets desire. So Bangladesh and Bengali Associates Ñ Bangabandhu Sheikh Mujibur Rahman. Now the glory of Bangabandhu Bangladesh Spread out over the earth. Best of all the whole world Having spoken with the leaders of the Name. Recently, a group of Hollywood Cinematography told me, Hollywood is going to start soon on Bangabandhu Construction work on a film. Hollywood Research Team Members of Bangabandhu Sheikh Mujibur Rahman: Life and Politics The book is said to accept, It is considered one of the seminal book Will. Terra- a bloody war-ravaged country Social Infrastructure is completely destroyed Have been, when the Indian Grace the bridges destroyed, roads Being usable again, Treasures of the literal Indeed broke, the sarbasunya Shortest time from He is in the national economic 7 percent growth Did. It was possible to Wisdom, hard work, and the For genuine love. The For today, the growth rate of A coveted goal. Bangabandhu said: I would say to the execution stage, I am Bengali, Bengali to my country, My language is Bengali. Just 55 years old and lives in Bengal Soil and human Sansaptaka freedom struggle, Enemy from the scaffold to ensure Came out, the country and Heroes in the face of global demand Flesh. But love in Kangal In the end, the blood of man breasts The Bengals went on to Some three and a half years later, Imprudent domestic and international Conspiracy rounds.
Posted on: Tue, 22 Jul 2014 18:08:09 +0000

Trending Topics



"> Akpos was the only black man on a cruise ship that was about to
Yes, No, Maybe So: Overcoming Indecisiveness A few years ago my
Las Otras se formó en el año 2001 en capital federal como un
Béatrice Atallah : la dernière tentative à
I extend this invitation to all my lovely family and friends to
Hola niña linda quiero decirte que te amo yo no entrego flores
I thought this cas is closed pending appeal, why someone still

Recently Viewed Topics




© 2015