আবু হুরাইরা রা. বর্ণনা - TopicsExpress



          

আবু হুরাইরা রা. বর্ণনা করেন যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, একজন মুসলমানের উপর অপর মুসলমানের ছয়টি হক রয়েছে। প্রশ্ন করা হল, হে আল্লাহর রাসূল সাঃ ! সেগুলো কি কি ? তিনি বললেন - (1) সাক্ষাতে সালাম বিনিময় করা, (2) আমন্ত্রণ করলে গ্রহণ করা, (3) উপদেশ চাইলে উপদেশ দেওয়া, (4) হাঁচি দিয়ে আলহামদুলিল্লাহ বললে উত্তরে ইয়ারহামুকাল্লাহবলা, (5) অসুস্থ হলে সাক্ষাত করে খোঁজ খবর নেয়া, (6) মৃত্যুবরণ করলে জানাজায় উপস্থিত থাকা। < মুসলিম - 4023 > ________________________________ কয়েকটি দরকারী লিংক ।যোগ দিনঃ • ইসলামের তরবারীঃ যুক্তি ও বুদ্ধির তরবারী . . • মন গলানো ইসলামিক ঘটনা . . • বোখারী এবং তিরমীযী শরীফ . . • ইসলামঃ যার কোন বিকল্প নেই . . • Zakir naik সময়ের সেরা ইসলামিক স্কলার . . • •• পাঁচ মিশালী | Assorted ••
Posted on: Sat, 16 Nov 2013 03:36:18 +0000

© 2015