আবূ হুরায়রা (রা:) হতে - TopicsExpress



          

আবূ হুরায়রা (রা:) হতে বর্ণিত হয়েছে, রাসূল (সা:) বলেছেন: “প্রত্যেহ যখন সূর্য উঠে মানুষের (শরীরের) প্রত্যেক গ্রন্থির সাদকাহ্ দেয়া অবশ্য কর্তব্য। দু’জন মানুষের মাঝে ইনসাফ দেয়া হচ্ছে সাদকাহ্, কোন আরোহীকে তার বাহনের উপর আরোহন করতে বা তার উপর বোঝা উঠাতে সাহায্য করা হচ্ছে সাদকাহ্, ভাল কথা হচ্ছে সাদকাহ্, সালাতের জন্য প্রত্যেক পদক্ষেপ হচ্ছে সাদকাহ্ এবং কষ্টদায়ক জিনিস রাস্তা থেকে সরানো হচ্ছে সাদকাহ্।” [বুখারী: ২৯৮৯, মুসলিম: ১০০৯]
Posted on: Tue, 23 Sep 2014 03:38:08 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015