আমি আমাদের দেশী Music নিয়ে - TopicsExpress



          

আমি আমাদের দেশী Music নিয়ে কিছু বলতে চাই। plz, আপনারা কিছু মনে করবেন না। এটা জানি যে আমাদের দেশে এখনো অনেক গুনি singers & composer আছে, এই status টা তাদের জন্য নয়। আমি আজকে Indian এক channel এ একটি program দেখলাম, program টির নাম Mtv Unplugged.... এটা একটি musical program... এই প্রোগ্রামটি দেখে এতটাই মুগ্ধ হয়েছি যে কাওকে বুঝাতে পারব না। ওদের music এতটাই ক্লিয়ার যে এটা ভাবাই যায় না। আমাদের দেশে যে কবেই ওদের মত music করতে পারবে এটা উপর ওয়ালা ছারা কেও জানে না। আমরা কি করতে পারি? copy ছারা কিছুই পারি না। আমাদের দেশে music এর যা হাল হয়েছে, উফ! ঘরে ঘরে music compos চলছে, আর এখন তো কিছু টাকার বিনিময়ে যে কেউ Album করতে পারে, এতে যে আমাদের দেশের music media এর ১৩ টা বাচ্ছে এটা আমরা লক্ষই করি না। প্লিজ, এটা করা থেকে আমরা বিরত থাকব, music এর জন্য ভাল কিছু করতে পারলে করব না পারলে চেস্টা করে যাব ভাল কিছু করার। কিছু টাকার বিনিময়ে যে কাউকে দিয়ে গান গাওয়ানো মোটেও ঠিক নয়। আমি দুই টা youTube link দিচ্ছি। প্লিজ আপনারা দেখে নিবেন, যে আমাদের আর অদের মদ্দে কতটা তফাত। m.youtube/watch?v=CaW6eHYD-FI m.youtube/watch?v=3-clNeoFJAU ছোট মুখে অনেক বড় বড় কথা বলে ফেলেছি। প্লিজ আপনারা কিছু মনে করবেন না। :)
Posted on: Fri, 19 Dec 2014 21:26:17 +0000

Trending Topics



style="min-height:30px;">
YAHWEH ELYON YESHUA, THE NEW DIVINE LOGOS, IS MY ALL IN ALL. HE
Main kinna tainu karda haan, Pyar jadon dassanga.. Ikk paase dil,
Omani can really use your support. If it isnt too much trouble,

Recently Viewed Topics




© 2015