আমি আমার অস্থিরতার - TopicsExpress



          

আমি আমার অস্থিরতার কারণটি জেনে গেছি। যে রোগটির কারনে এই অস্থিরতা ,তার চিকিৎসা দরকার। কিন্তু চিকিৎসা করাতে ভয় লাগছে, ভয় লাগার কারনও আছে। WHEN TREATMENT IS WORSE THAN THE DISEASE, ভয় তো পাওয়ারই কথা।তাই আমি এখন ছোট ছোট করে লিখছি ।আশা করি নেক্সট উইকে নতুন লেখা দিতে পারবো । আজ আরেকটি পুরনো লিখা দিলাম।কেউ কেউ হয়তো লেখাটি আগে পড়েছেন । নিউ ইয়র্কের চিঠি -১৬ ও সবসময় টাইমটা আগে থেকে বলে দিত।কাল সাত্টায় এসো ,অথবা সাড়ে পাঁচটায় অথবা আটটায় ।আমিও ঘড়ি ধরে ঠিক টাইম মতো পৌঁছে যেতাম । বাসায় পৌঁছেই সোজা চলে গেলাম ছাদে।এরকম ই direction ছিল। সেদিন আবার জ্যোৎস্না । ছাদে উঠেই মনটা ভরে গেল। চাদের আলোয় ওকে খুব ভাল করে দেখতে পাবো । অন্য সময় আলো আধারে ওর চোখ গুলো কেমন যেন রহস্যময় লাগে।আজ সেই রহস্য আমি ভেদ করবো!!! ভালবাসার Guaranty আজ আমি নিয়ে ছাড়বো। চাদের আলোয় ও কিছু লুকাতে পারবে না আমার কাছ থেকে, ওর চোখ দেখে আমি সব বুঝে ফেলবো । ওর প্রতিক্ষায় বসে আছি। কিন্তু অনেক্ষন হয়ে গেলো ও এলো না। সাধারণত দেরি হলে অথবা না আসতে পারলে ওদের বুয়াটাকে পাঠিয়ে দেয়। সেদিন বুয়াও এলো না। আমি তো বসে আছি ।কিছু না নিয়ে তো আমি যাব না । চিঠি অথবা ওর ছবি অথবা ওর প্রিয় গানের ক্যাসেট । অনেক রাত হয়ে যাচ্ছিলো ,ভাবলাম নীচে গিয়ে দেখে আসি । নীচে যেতে গিয়েই বিড়ম্বনা ,দারোয়ান কখন যে এসে ছাদের দরজা বন্ধ করে দিয়েছে টেরই পাইনি। আমার তো হাত পা ঠাণ্ডা হয়ে গেল,সারা রাত ছাদে কাটাতে হবে চিন্তা করে।আমার বাসার কি হবে। তখন তো cell phone ছিল না যে ফোন করে দিবো। চারিদিকে ঘুরে দেখলাম ছাদ থেকে নামার কোন উপায় নেই।দরজাও ঠেলে ঠুলে দেখলাম ,না বের হওয়ার কোন রাস্তা খোলা নেই।নীচে কাউকে দেখতে পেলাম না। ভাবছিলাম এখন কি হবে।ভাল দেখে একটা শোয়ার জায়গা খুঁজে বের করার কথা যখন ভাবছিলাম,ওই সময়েই দরজায় আওয়াজ পেলাম।মন টা খুশীতে ভরে উঠলো “ও” কে দেখবো বলে। কিন্তু নিরাশ হতে হোল ‘ও’ আসতে পারেনি,বুয়াকে পাঠিয়েছে ,সাথে দিয়েছে একটা ক্যাসেট । বাসায় নাকি হঠাৎ করে Guest চলে এসেছিলো । ওরা এসে সব প্ল্যান ভণ্ডুল করে দিয়েছে। এতদূর এসে ওকে একটু না দেখে ফিরে যেতে একেবারেই মন চাইছিল না।ক্যাসেট নিয়ে সিঁড়ি বেয়ে নীচে আসতে আসতে মনটা বিষাদে ছেয়ে গিয়েছিলো। সিঁড়ি থেকে নেমেই বাসা থেকে বের হওয়ার আগ মুহূর্তেই দূরে, বাসার পেছন দিকটাতে একটা ছায়া দেখলাম, ও দাড়িয়ে আছে একটা শাল গায়ে জড়িয়ে। আমি জ্যোৎস্নার সেই আলোতে ওকে স্পষ্ট দেখতে পেলাম।ওর অসাধারন হাসিটি জ্যোৎস্নার আলো ধরে আমার হৃদয়ে প্রবেশ করলো।।আমার মন জ্যোৎস্নার মত আলোকিত হয়ে উঠলো। আমার সব কষ্ট,অপেক্ষার অনুযোগ নিমিষেই মন থেকে মুছে গেলো। ও জানতো ওকে না দেখে গেলে আমার খুব কষ্ট হবে । ও শুধু এসেছিল আমার সেই কষ্টটা একটু কমাতে।“ভালবাসা মানে দূরে থেকেও ভালবেসে যাওয়া , ভালবাসা মানে একে আরেকজনের কষ্ট মুহূর্তেই বুঝে ফেলা”। এরি নাম প্রেম । মান্না দেয় র আসাধারন প্রেমের গান। এর ই নাম প্রেম। https://youtube/watch?v=doKgCXuAkbM
Posted on: Fri, 23 Jan 2015 03:01:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015