আমাকে ট্যাগ করেছে আবরার - TopicsExpress



          

আমাকে ট্যাগ করেছে আবরার জাহিন শ্রেষ্ঠ আমি বই পড়েছি ক্লাস ৪-৯ পর্যন্ত।আমার আপু এভরি ঊইক এ ভার্সিটি থেকে আসার সময় একটা বই আনতই।আমি শুধু অপেক্ষা করতাম কখন তার পড়া শেষ হবে। শেষ হলেই পড়ার জন্য বাসায় নিয়ে আসতাম এবং কখনঈ ফেরত দিতাম না। বইগুলার এর প্রতি ওন্য রকম ভালবাসা ছিল। কিন্তু কোন এক বিভিষিকাময় ঘটনায় বইগুলা হারানোর পর শোকে আর বই পড়া হয় নাই!কলেজে হয়ত ১-২টা পড়ছি কেন্তু ঐ অভ্যাস টা আর হয়ে উঠে নাই!যাই হোক! ১০ টা বই যেগুলো আমার শৈশব কে প্রভাবিত করেছে - ১.পাগলা দাসু। সুকুমারের এই বই আমি নিজে কেনা প্রথম বই। ২.আবার তোরা কিপ্টে হ - আনিসুল হক ৩.[কালপুরুষ ৪.সাতকাহন -১ ৫.সাতকাহন ২]- সমরেশ মজুমদার ৬,main khemp. বুঝতে কষ্ট হয়ছিল অনেক ৭. great expectation - চার্লস ডিকেন্স ৮.সূর্য দীঘল বাড়ি -আবু ইসহাক ৯.ঈশ্বর পৃথিবী ভালবাসা- শিবরাম চক্রবর্তী ১০.মহাপতঙ্গ - আবু ইসহাক আপাতত এগুলাই মাথায় আসছে।১০ জনরে ট্যাগ করতে পারব না
Posted on: Mon, 01 Sep 2014 08:57:04 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015