আমি কেন বেদকে - TopicsExpress



          

আমি কেন বেদকে ভালবাসি প্রথম পর্ব :-ch-1১.কারনবেদপরিষ্কারবলছেযেমানুষেরপ্রথমধর্মইহচ্ছে“মাতৃভূমিরপ্রতিবিশ্বাসীওঅনুগতথাকা“। মানুষ হিন্দু,মুসলিম অথবা খ্রিষ্টান যাই হোক না কেন সেই ব্যাপারগুলো পরে আসে। কিছু কিছু মতবাদ (Cult) এই শিক্ষা দেয়-যদি স্বধর্মের শত্রু কোন দেশ নিজ মাতৃভূমিকে আক্রমণ করে তবে দেশের সাথে বিশ্বাসঘাতকতা করতে শুধুমাত্র এই কারনে যে তারা সেই সমস্ত মতবাদে বিশ্বাসী। ইন্ডিয়ার কমিউনিষ্টরা ১৯৬২ সালের যুদ্ধে চীণকে সমর্থণ করেছিল কারণ কার্ল মার্কস তাদের কাছে ভারতমাতা থেকে প্রিয় ছিল। বেদে এই ধরনের প্রতারণার কোন অবকাশ নেই। বাস্তবিকপক্ষেMotherlandঅথবা মাতৃভূমি অথবা ভারতমাতা অথবা মা তুঝে সালাম অথবা বন্দে মাতরম এর ধারনাগুলোর সূচনাই হচ্ছে অথর্ববেদের ভূমি সুক্ত। ২.কারনবেদস্বধর্মত্যাগেবাধাদেয়না(Because Vedas encourage Apostasy) বৈদিক সংস্কৃতি তাকে অভিন্দন জানায় যে বর্তমান প্রতিষ্ঠিত ধর্মমত অথবা ঈশ্বর (God),ভগবান,অবতার,সাধক (Saint) উপাসনার সামাজিক নিয়মের উপর প্রশ্ন তোলে। অন্যান্য পরবর্তী সময়ের প্রথার (Cult) অনুযায়ী নয় যেখানেস্বধর্মত্যাগমানেই শস্তিস্বরুপ মৃত্যুদন্ড। তাই গৌতম বুদ্ধ,গুরু নানাক,সাধক কবির,স্বামী দয়ানন্দ সরস্বতী প্রত্যেকেই ধর্মীয় এবং আধ্যাতিকতার উদাহরন (Icon) হিসেবে খ্যাত। প্রাথমিক অবয়বটা বেশ সাধারন এবং যুক্তিগত-যতক্ষন না পর্যস্ত সমাজ তাদের স্বাধীনভাবে চিন্তা করতে দেবে,নিয়মবহির্ভূত হয়ে বর্তমান পরিস্হতি সম্পর্কে প্রশ্ন তুলবে ততক্ষন পর্যন্ত কিভাবে উন্নতি,অগ্রগতি এবং নবধারা প্রবর্তিত হবে?এইজন্যইআমরাদেখিযেসবসমাজেস্বধর্মত্যাগেরপরিনামেশাস্তিভোগকরতেহয়সেসবদেশসেইসবনরকীয়পর্যায়েপড়েযারাসুসভ্যতারপর্যায়েপৌছাতেগিয়েপ্রায়মুখথুবরেহোছটখেয়েপড়েছে।সমস্ত ইউরোপ আইন বহির্ভূত অন্ধকার গন্ডির মধ্যে পড়ে ছিল যতক্ষন না পর্যন্ত সেখানকার মানুষ আধিপত্য বিস্তার করতে সক্ষম হয়েছে। যে কোন কেউ এটা পরিষ্কার বুঝতে পারবে যে আফ্রিকা,মিডেল ইষ্ট এমন কি আমাদের পাশের দেশের পশ্চিম বর্ডারের দেশের অবস্হা কেমন। ৩.কারনবেদইবিস্তৃতগভীরজ্ঞানেরউৎসযাআজমানবসমাজেপরিচিত(Because Vedas are the first source of wisdom known to humankind) এখন পর্যন্ত কেউই বেদের বেদের উৎপত্তির যুক্তিগত সময় বের করতে পারে নি। সমস্ত প্রমানিক বিচার বিশ্লেশন করে যখনই আমরা পিছনে তাকাই এমন কোন প্রমান পাওয়া যায়নি যে সময়টায় বেদের অস্তিত্ব ছিল না। ৪.কারনবেদনিখুতভাবেএমনএকক্রমানুসারীপদ্ধতি(Systematic Manner)অবলম্বনকরেসংরক্ষনকরাহয়েছেযেসেইআদিকালথেকেবেদএখনওঅপরিবর্তনীয়রয়েছে শুধুমাত্র শব্দ সমূহই নয় এমনকি উচ্চারন এবং স্বরভেদসমূহ পর্যন্ত অপরিবর্তনীয় রয়েছে। বেদে ২০০০০ থেকেও বেশী মন্ত্র রয়েছে যা সামগ্রিকভাবে পরিপূর্ণ চমৎকার কিছু মানুষের কৃতিত্বপূর্ণ কাজের ফলস্বরুপের জন্য আজও অবিকৃত রয়েছে। A reason to congratulate ‘being human’! ৫.কারনআমিযতটুকুপর্যন্তঅবহিতযেবেদইএকমাত্রআধ্যাতিকগ্রন্হযাসমস্তপ্রকারগল্প,অলৌকিকতত্ত,ইতিহাসএবংপ্রতিষ্ঠা(Founder)বর্জিতযেগুলোরকাছেআমাদেরঅন্ধেরমতনতিস্বীকারকরতেহবে। একটা দুর্লভ সুবিধা সত্যিকারের একটা প্রাগৈতিহাসিক গ্রন্হ হবার।(A rare advantage for being the truly pre-historic texts.) ৬.কারনবেদসমন্বিতকরা।এটাশুধুমাত্রএকটাবিস্তৃতআধ্যাতিকজ্ঞানইনয়একটাব্যবহারিকজীবনেরঅন্তর্জ্ঞানলদ্ধপর্যাপ্তজ্ঞানওবটে।বিজ্ঞান,প্রযুক্তি,চিকিৎসাবিদ্যা,স্বাস্হ্য,সমাজ,পরিবার,অর্থনৈতিক,অর্থব্যবস্হাপনাবিদ্যা(Finance),গবেষনা,শিক্ষাএবংআরোবিভিন্নবিষয়সম্পর্কেজ্ঞানরয়েছে। আমি এমন কোন বিষয় খুজে পাই নি যা বেদে বর্নিত নেই। ৭.কারন বেদ কাউকে মাত্রাতিরিক্ত সাহায্য করে না।(Because Vedas do not spoon-feed.) বিকল্প হিসেবে বেদ গবেষনা এবং জ্ঞানার্জনের (Research and Exploration) উদ্দেশ্যে ভ্রমন করতে উৎসাহ করে। বেদ বিভিন্ন বিষয় সম্পর্কে ইঙ্গিত প্রদান করে এবং চায় মানুষ যেন স্বপ্রচেষ্টায় সেগুলো আবিষ্কার করতে সক্ষম হয়। ৮.কারনবেদকোনকিছুঅন্ধেরমতনবিশ্বাসকরতেবলেনা। আমি যতটুকু পর্যন্ত অবহিত যে বেদই একমাত্র ধমর্ীয় গ্রন্হ যাতে ঈশ্বর বা ধর্মত্তের প্রতি তীব্র কটাক্ষকারীকে কোন প্রকার শাস্তি প্রদানের বিধি নেই। সর্বোপরি বেদ এটাই দাবী করে সমস্তকিছু যেন আন্তরিকভাবে জনার চেষ্টা করা হয় এবং সত্যকে এক এক জনের সামর্থ্য অনুযায়ী সর্বোত্তমভাবে উপলব্ধিকরে তা যেন গ্রহন করা হয়। এমনকি কেউ যদি মনে করে যে বেদ ভুল তবে সে তা পরিত্যাগ করতে পারে বেদ তাতে বাধা দেবে না কারন সে সৎ উদ্দেশ্য নিয়ে বেদ সঠিকভাবে অধ্যায়ন করেছে।বেদঅন্যান্যমতবাদেরগ্রন্হেরমতননয়তাইযেবেদত্যাগকরবেতারজন্যকোনপ্রকারশাস্তি,মৃত্যুদন্ড,কোনধরনেরঐশ্বরীকক্রোধ,আংশিকঅথবাপূর্ণরুপেবেদত্যাগকারীকেকোনপ্রকারহুমকিরকেনধরনেরবিধাননেই। ৯.কারনবেদকোনধরনেরঅদেখাঅথবাঅযাচাইযোগ্যজিনিসেরউপরঅন্ধেরমতনবিশ্বাসস্হাপনকরতেবলেনা। বেদ সমস্তপ্রকার যুক্তির উপর ভিত্তি করা যা আমাদের প্রত্যেকের বিচক্ষনতার সহিত আমাদের মনে সুপ্ত রয়েছে। নিয়মিত চর্চা এবং স্বইচ্ছার দ্বারা একজন মানুষ তার এই জ্ঞানের দ্বার উন্মোচন করতে পারে। তাই কোনকিছুতে অন্ধের মতন বিশ্বাস করার পরিবর্তে,প্রত্যেকের উচিৎ নিজ চেষ্টায় ও গভীরভাবে চিন্তার দ্বারা সেই সাথে সুর্কম এবং জ্ঞান অন্বেষনের দ্বারা সত্য এবং বিস্তৃত জ্ঞান জানা। ১০.কারনবেদপ্রকৃতপক্ষেসার্বজনীন। বেদ এমন এক যুগের সাথে সম্পর্কযুক্ত যখন ছিলনা কোন হিন্দু,মুসলিম,খ্রিষ্টান,ইহুদী,সাম্যবাদী প্রভৃতি ব্লা ব্লা ব্লা। একমাত্র বেদই পারে সার্বজনীন ধর্মের ভিত্তি হতে এবং সেই সাথে পরবর্তী যুগের মনুষ্য কর্তৃক সৃষ্ট ধর্মের বিভাজন ধ্বংস করে মানুষের মধ্যে একতা গঠন করতে পারে। ১১.কারনবেদেকোনপ্রকারকুসংস্কারেরকোনঅবকাশনেই। বেদ বৈজ্ঞানীক চিন্তায় উৎসাহ প্রদান করে এবং সেই সাথে সমস্ত দাবী (Claim) পরিত্যাগ করতে বলে যা নিছকই কোন যৌক্তিক কারন ব্যতিত অজস্র দাবীর উপর ভিত্তি করে প্রতিষ্ঠিত। by:- Agniveer
Posted on: Sat, 26 Jul 2014 14:34:15 +0000

Trending Topics



ra
No mesmo dia da morte do Sr. Aguiar aconteceu um assalto em plena
I know EVERYBODY has their shit that chisels them out to be the
"Poliisiylijohtaja Mikko Paatero on toivonut lainmuutosta, joka
SNOW, WHAT SNOW! Come hell or high water, lets show Kayla Kroh
Merci à tous ceux qui mont donner des mots dencouragement ce
Die Planung eines Nachfolgers (Name noch offen) für die Hockey
A woman goes to the doctor, worried about her husbands temper.

Recently Viewed Topics




© 2015