আমি খানিকটা ক্ষ্যাত - TopicsExpress



          

আমি খানিকটা ক্ষ্যাত টাইপের। অনেক অদ্ভুত আধুনিক ব্যাপারগুলা আমার জানা নেই। ভার্সিটিতে ভর্তি হবার আগ পর্যন্ত “প্যারা” নামক শব্দটার সাথে পরিচয় ছিল না। যেদিন প্রথম লিফটে উঠে ১৫ তম ফ্লোরে যাচ্ছিলাম তখন সেখানে এই আকর্ষনীয় শব্দটা শুনলাম। সমস্যা হল এই শব্দটার অর্থ আমার জানা ছিল না। বাসায় এসে বাংলা শব্দভান্ডারেও এটা পেলাম না। বাংলা একাডেমির বিলুপ্ত শব্দের তালিকায় যখন এটার অর্থ খুজে পেলাম না তখন আমি হতাশ। হতাশায় ভেঙে পড়া তো আর যাবে না, একদিন কাকে যেন জিজ্ঞাসা করে ফেললাম এই “প্যারা” শব্দের অর্থটা কি হতে পারে। হেসে উত্তরে বললো ”মানে কষ্টদায়ক”- আমি তখন বুঝলাম “পীড়া” নামক শব্দটার আধুনিকায়ন হচ্ছে প্যারা। এই প্যারা শব্দ শেখার পর নিজেকে বেশ খানিকটা আধুনিক মনে হতে লাগলো। আবার হতাশ হলাম যখন এক বন্ধু এসে বললো “ঐ মেয়েটার উপর ক্রাশ খাইছি।” - আমি তো ভাবলাম মহা বিপদ। একবার আমার হার্ডডিস্কের সব তথ্য মুছে গেছিলো, তখন বয়স আমার ১২ কি ১৩। সার্ভিস সেন্টারে নিয়ে গেলে বললো- “হার্ড ডিস্ক ক্রাশ করেছে।” সেখান থেকে ক্রাশ শব্দটা শুনলে আমার হৃৎপিন্ডের SAN উল্টাপাল্টা সিগন্যাল দেয়, হার্টবিট কমে যায়। হ্যা তো এই ক্রাশ! বন্ধুর মুখের দিকে তাকিয়ে বললাম “তোর কি CNS মানে সেন্ট্রাল নার্ভাস সিস্টেম থেকে কোন সমস্যা হচ্ছে?” কয়েকটি ইংরেজ গাল দিয়ে ও বললো মেয়েটাকে নাকি তার ভাল লেগেছে, এটাকে ক্রাশ বলে!! সে কি কথা? কাউকে ভাল লাগতেই পারে, প্রেম জীবনে তো আসবেই। সেটাকে ক্রাশ বলতে হবে কেন? অক্সফোর্ড ডিকশনারী ঘেটে দেখলাম ক্রাশ শব্দের সাথে প্রেমের কোন সম্পর্ক নেই। তবে স্প্যানিশ ল’রেল ফিউন এর একটি বই ছিল যার ইংরেজী ভার্ষণ আমি পড়েছিলাম। সেই বইটাতে সাহিত্য রূপ ফুটিয়ে তোলার জন্য একটি লাইন ছিল- “And the pink leaps did crush to Daniel. ভাবার্থ করলে দাড়ায় মেয়েটার গোলাপী ঠোট ছেলেটাকে পাগল করে দিয়েছিল। আমি জানি না এই বই কি সবাই পড়েছে কি না! অসাধারণ বইটা, তবে কথায় কথায় ”ক্রাশ” খাওয়াটা কেমন জানি সস্তা হয়ে যায়। এখানেই শেষ নয়। ভালবাসার নাম আপনি ক্রাশ রাখতেই পারেন। কিন্তু আজকাল দেখি ছেলেদের পাশাপাশি মেয়েরাও বলছে “জানিস ঐটা আমার ৩য় ক্রাশ!!” মানে আপুটির চোখে এই যুবকটি তিন নাম্বার যুবক; যাকে তিনি পছন্দ করে ফেলেছেন! এভাবে হয়তো স্নাতক করতে করতে একটি ছেলে বা একটি মেয়ে কয়েকশ’ বার ক্রাশ খাচ্ছেন। ব্যাপারটা অদ্ভুত না? ভালবাসা এমন হবে কেন? যখন আপনি একজনকে ভালবাসবেন তখন বাকি আর কাউকে তো আপনার ভাল লাগার কথা না। আর যদি দ্বিতীয় কাউকে ভালবেসে ফেলেন বা তথাকথিত ক্রাশ খান তাহলে বুঝতে হবে প্রথমটাকে আপনি সত্যি ভালবাসেননি। এখন আর এত আধুনিকতা শিখতে ইচ্ছে করে না। শুধু একটি প্রশ্ন করতে ইচ্ছে করে প্রজন্মকে- “তোমাদের এই সস্তা প্রেমের খেলা আর কতদিন চলবে? ক্রাশ খাওয়া দিয়ে শুরু হওয়া ভালবাসা আর কতদিন লিটনের ফ্ল্যাটে শেষ হবে? কবে বাংলা শব্দের ধর্ষণ বন্ধ হবে?”
Posted on: Thu, 04 Sep 2014 13:24:49 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015