আমি চাইলে, ১. - TopicsExpress



          

আমি চাইলে, ১. আর্জেন্টিনার হার নিয়ে উল্লাস করতে পারতাম ২. ফেসবুকের আবাল প্রজাতির আর্জেন্টিনা সমর্থকদের উদ্দেশে পছানিমুলক স্টাটাস দিতে পারতাম। ৩. গোল মিস করার জন্য হিগুয়েন , মেসি , pelasioke ধুয়ে ফেলতে পারতাম ৪. ম্যারাডোনার মতে মেসি গোল্ডেন বলের দাবিদার ছিল না। ফিফার ব্যবসায়ীক উদ্দেশ্যই মেসি কে গোল্ডেন বল দেয়ার কারণ , এই কথা বলার কারণে ম্যারাডোনাকে ধন্যবাদ দিতে পারতাম। ৫. বাংলাদেশি বার্সেলোনা অ্যাডমিন প্যানেলের হাতি এডমিন টাকে, ব্রাজিল কে বরাবর বাজে মন্তব্যের কারণে এবং ২৪ বছর পর আর্জেন্টিনার ফাইনালে হারের জন্য রাম-প্যাঁদানি দিতে পারতাম। কিন্তু আমি কিছুই করিনি কারণ তোমরা কুকুর হলেও আমি কুকুর নয়। কেও ভুলেও এই Status ৭ গোলের যুক্তি দিতে এসেন নাহ , চেকোস্লোভাকিয়ার কাছে আর্জেন্টিনার ৬-১ গোলে হারের কথা আমি কিন্তু ভুলে যায়নি। সর্বশেষ ,সকল ফুটবল Fan উদ্দেশে বলছি - Victory Is Sweetest , When U have known Defeat
Posted on: Mon, 14 Jul 2014 16:14:17 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015