আমাদের জলিল ভাই - TopicsExpress



          

আমাদের জলিল ভাই একদিন সুন্দরবন বেড়াতে গিয়ে ৩ টা বাঘের সামনে পড়েছিলেন । তার কাছে বন্দুক আর একটা মাত্র গুলি ছিল । তিনি এক গুলি দিয়েই ৩ টা বাঘ মেরেছিলেন । ভাবছেন কিভাবে ? প্রথমে বন্দুকের নলের সামনে একটা চাকু রাখলেন আর তারপর গুলি করলেন । দ্বিখণ্ডিত হয়ে গুলির দুইটা অংশ গিয়ে লাগলো দুইটা বাঘের মাথায় । ব্যাস ! সাথে সাথে ৩ টা বাঘ-ই মারা গেল । ভাবছেন তিন নম্বর বাঘটা কিভাবে মরল ? আরে বাবা ! এই রকম দৃশ্য আপনার চোখের সামনে ঘটলে আপনি কি সহ্য করতে পারতেন ? নিশ্চয়-ই পারতেন না ! ৩ নম্বর বাঘটাও সহ্য করতে পারেনি......... ... বেচারা হার্ট অ্যাটাক করেছিল !!!!!
Posted on: Tue, 29 Oct 2013 05:14:32 +0000

Trending Topics



"margin-left:0px; min-height:30px;"> Finally got an original song recorded! This one is called Of All

Recently Viewed Topics




© 2015