আমাদের দেশের নিউজ পেপার - TopicsExpress



          

আমাদের দেশের নিউজ পেপার গুলো পড়ার সময়ে খুব মাথা হাজির রেখে পড়বেন। এবং জেনে রাখবেন, বিডিনিউজের ট্রান্সলেটরের ব্যাপক চোখের সমস্যা আছে। বাংলা, বিডি নিউজে পড়লাম, মিজারুল কায়েস কে, অযোগ্যতার জন্যে ইংল্যান্ড থেকে ব্রাজিলে ট্রান্সফার করা হইছে। খুব ভালো নিউজ। তার মানে, বাংলাদেশের প্রসাশনে জবাবদিহিতার সংস্কৃতি শুরু হইছে যা খুবই আনন্দের বিষয়। কিন্তু, শেখ হাসিনার লন্ডন ভ্রমনের দুই দিনে মাথায় এই ট্রান্সফার দেখে ক্যান জানি একটা সন্দেহ লাগতেছিল। বিডিনিউজের ইংরেজি ভারশনটা চেক দিলাম। তাতে দেখা যাইতাছে, অনেক গুলো কথার মধ্যে একটা লাইন স্যান্ডউইচ করে রাখা। Sources in the UK say, he “failed to perform” in his role as high commissioner to an important diplomatic mission that London has been for Dhaka . “ The government had to rely on non mission contacts in London to secure major appointments for the Prime Minister.” One source claimed. পড়েন, শেখ হাসিনাকে ব্রিটেনের প্রধানমন্ত্রির এপয়েন্টমেনট করে দিতে মিজারুল কায়সে ব্যর্থ হইছে, পরে, লন্ডনের বাঙালি কাউন্সিলরদেরকে দিয়ে কোন মতে এপয়েন্টমেন্টটা ম্যানেজ করা হইছে। এই জন্যে সরকার গোস্বা হয়ে, তাকে ব্রিটেনের চাকরি থেকে ব্রাজিল পাঠাই দিছে। দুক্ষ হইলো, এদেরকে কে বোঝাবে, এইটা মিজারুল কায়েসের দোষ না, এইটা ১৫৪ জন বিনা ভোটে নির্বাচিত, নানা টালবাহানা করে, ভোটার বিহীন নির্বাচন নিশ্চিত করা একটা অবৈধ শাষকের প্রতি বিশ্ব নেতৃত্বের স্বাভাবিক প্রতিক্রিয়া। মনটা খারাপ হয়ে গেলো, বাংলাদেশের জবাবদিহিতার সংস্কৃতি চালু হইতে গিয়েও হইলো না। এবং এইটাও বোঝা গেলো, বিডি নিউজের ট্রান্সলেটরদেরকে চোখের চশমা কিনে দিতে হবে, নইলে এত গুরুত্তপূর্ণ একটা লাইন ইংরেজি থেকে বাংলা তর্জমা করতে ভুলে যাওয়ার কথা না । - জিয়া হাসান Mijarul Quayes fired as UK envoy : bdnews24/bangladesh/2014/07/27/mijarul-quayes-removed-from-london মিজারুল কায়েসকে লন্ডন থেকে সরানো হল : bangla.bdnews24/bangladesh/article827966.bdnews
Posted on: Mon, 28 Jul 2014 13:00:34 +0000

Recently Viewed Topics




© 2015