আমাদের দেশের ফুটবল - TopicsExpress



          

আমাদের দেশের ফুটবল ফ্যানদের মধ্যে একটা বিষয় খুব ভালো চলে।সেটা হচ্ছে আপনি যে প্লেয়ারটাকে হেইট করেন তার চৌদ্দ গুষ্টি উদ্দারের জন্য ইস্যু খোঁজেন।আর কোন রকম একটা ইস্যু পেয়ে গেলে আপনি আকাশের চাঁদ যেনো হাতে পান, আপনাকে আর পায় কে!!!! ইদানিং আমাদের দেশের বিশিষ্ট ফুটবল বোদ্ধারা একটা ইস্যু খুজে পেয়েছেন।মেসি ইজরাইল ভ্রমনে গেছে, তাদের প্রেসিডেন্টের সাথে হাত মিলিয়েছে।(হ্যান্ড-শেক) আর তাতে প্রমাণ হয়ে গেছে মেসি ইহুদি সমর্থক!! মেসি ইজরাইলের গন হত্যার পক্ষে!! মেসি অনেক খ্রাপ! মেসিকে সমর্থন করলে আপনি মুসলিম না!!! অতি উৎসাহী কয়েক জনতো ইডিটেড টি-শার্ট দেখিয়ে প্রমাণ নিয়ে হাজির হয়। লাফাইতাছৈন যখন পুরো ঘটনা জেনে লাফাইন না ক্যারে? ব্লা ব্লা ব্লা প্রথমে আমাদের জানা দরকার যে ওইটা মেসির একক ভ্রমন ছিলো কিনা? ২০১৩ সালের অগাস্টে বার্সা ইজরাইলে একটা ট্রেনিং ক্যাম্প করেছিলো।আর সে জন্যই মেসির সেখানে যাওয়া।সেই ট্রেনিং ক্যাম্পের আয়োজক ছিলো ইজরাইল এবং ফিলিস্তিন ফুটবল ফেডারেশন এবং Peres Center for Peace নামক একটা বেসরকারি সংস্থা। যারা মধ্য প্রাচ্ছে শান্তি স্থাপনের জন্য কাজ করে। ওই ভ্রমনে মেসিরা ইজরাইলের পাশাপাশি ফিলিস্তিনের Hebron নগরিতে ফিলিস্তিন তরুণদের সাথে এক রাত কাটিয়েছিলো। আর ওই ট্রেনিং ক্যাম্পের স্লোগান কি ছিলো জানো??? training camps for peace for Israelis and Palestinians. এইবার অন্তত সিজনাল সুশীলদের এই বিষয় নিয়ে ঘাটাঘাটি সীমাবদ্ধ না রেখে জানতে চেস্টা করুন। মেসি বিশ্বকাপ নিয়ে ব্যাস্ত আর একজন খেলোয়াড় হয়ে কখনোই সে ইহুদীদের পক্ষ নিবেনা একে তো, সে খৃষ্টান দ্বিতীয়ত, সে আর্ন্ত:জাতিক খেলোয়াড় যদি মুসলিমদের বিপক্ষে যেয়ে থাকেও মৃত্যু সম্পর্কে আমাদের মেসি অবশ্যই অবগত। মেসি ইহুদীদের পক্ষে নয় টুইটারেও এমন কোনো কথা মেসি বলেনি। বিভ্রান্তি তখনই ছড়াবেন যখন মৌখিক তথ্য জানতে পারবেন, ম্যারাডোনা আমেরিকা বিরোধী সেটা সে যেমন ফিডেল কাস্ত্রোর সাথে মুখ মিলিয়ে বলেছে। আর শান্তিচুক্তির জন্যে প্রত্যেক দেশই আফ্রিকা, মধ্যপ্রাচ্য মাঝেমধ্যেই যায় ইসরাইল বিরোধী রোনাল্ডোকেও যেতে হয়। আমরাও ইসরাঈলের বিরোধী, আমাদের ৪৫হাজার GOING ইভেন্ট থেকে ঈদের পর ফিলিস্থিনি দূতাবাস কে হেল্প করতে নামবে আমাদের গ্রুপ, তার আগে আমাদের দেশের পথশিশুদের হেল্প করবো ঈদে। #worldcup
Posted on: Sun, 13 Jul 2014 09:47:34 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015