আমাদের প্রিয় স্যার, সৈয়দ - TopicsExpress



          

আমাদের প্রিয় স্যার, সৈয়দ Rashidul Hasan স্যার! যে কোন প্রয়োজনে স্যার কে জ্বালাতে আমরা প্রস্তুত থাকি। স্যার কে ফোন করি স্যার দেখা করতে চাই, স্যার বলবেনঃ চলে আসেন, এবং বলেন, আপনি কি এতটা বাজে আসতে পারবেন? আপনার সময় হবে? খুব অবাক হই, স্যার আমার সময় আছে কিনা তা জানতে চান! এই যে নমনীয়তা, আমি চেষ্টা করি শিখতে, কিন্তু সে অনেক দূর জানি! স্যারের গুণগান বলে শেষ করার নেই। যিনি একাধারে National Universityr VC ছিলেন, marketing department এর Chairman ছিলেন। এক সময়কার তিনি, আজ সব ছেড়েছুড়ে লাগলেন বাংলাদেশের Tourism sector এর উন্নতির জন্য। আমরাও স্যারের শীর্ষ হয়ে পাশে আনাগোনা করি, খুব চাই, এই পর্যটন শিল্পের উন্নতি হোক। মন্ত্রী সাহেবের প্রোগ্রামে presentation আপনাকে দিতে হয় সবায় বাহবা দেয়, ব্যাপারটা আমার ভালো লাগেনি স্যার! মন্ত্রী সাহেব আপনার ভাবনাগুলো জানবেন, শুনবেন, এবং পদক্ষেপ নেবেন এটাই আমাদের চাওয়া হতে পারে। স্যার, একজন পাগলা বাবা হাঁটা শুরু করলেও আমরা তার পাশে অন্তত ১০/১৫ জন মুরীদ দেখতে পাই। আপনি কেন একা হাঁটবেন, আমাদের মতন মুরীদ যখন পাশে থাকে!
Posted on: Wed, 12 Nov 2014 04:50:45 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015