আমাদের সমাজে কিছু কিছু - TopicsExpress



          

আমাদের সমাজে কিছু কিছু মেয়েদের দেখা যায়, যারা জিন্স প্যান্ট ও টাইট-ফিটিংস কাপড় পরিধান করে আর মাথায় এক খানা স্কার্ফ পড়ে যা শুধু চুল ডেকে রাখে আর তাদের কে দেখলে সবাই বলে তারা হিজাব করেছে তারা কতো ভালো শুধুমাত্র চুল ঢেকে রাখাকে যদি হিজাব বলা হত তাহলে মাথার চুল ফেলে দিয়ে ইচ্ছামত পোশাক পরিধান করা বা পোশাক ছাড়া চলাফেরা করার অনুমতি মিলত ! তাই না !! কিন্তু সে অনুমতি তো কোথাও নেই যারা জিন্স প্যান্ট ও টাইট-ফিটিংস কাপড় পরিধান করে উড়না দিয়ে কোনরকম মাথা প্যাঁচানো কে হিজাব বলেন , তারা আসলে হিজাব করেন না , হিজাবের নামে ভণ্ডামি করেন । তারা এই ভন্ডামি করে মানুষের সামনে ভালো সাজতে চায় তারা এই ভন্ডামি করে শুধু মানুষকে ধোকা দেয় না, আল্লাহর নির্দেশ অ অমান্য করতেছে আর যারা এরূপ হিজাব করে চলাফেরা করেন তারা শুধু ভণ্ডামির জন্য গুনাহ করেন না , আল্লাহর নির্দেশ কে ভুলভাবে উপস্থাপন করার জন্যও গুনাহ কামাই করতেছেন । তাই সকল বোনেদের প্রতি আমার আবেদন দয়া করে কেউ এই ভন্ডামি করবেন না কি লাভ এইসব ভন্ডামি করে দুনিয়া ত দুই দিনের এইখানে ভন্ডামি করলে, শেষে মহান আল্লাহর কাছে কি জবাব দিবেন ? একটু ভেবে দেখবেন !! writter:- আদনান আহমদ
Posted on: Sat, 05 Oct 2013 06:23:32 +0000

Recently Viewed Topics




© 2015