আমি নিশ্চিত তরুন - TopicsExpress



          

আমি নিশ্চিত তরুন প্রজন্মের মধ্যে অনেকেই ৭ই মার্চের ভাষন শুনে অনুপ্রানিত হয়। মনে পড়ে এবারের সংগ্রাম আমাদের স্বাধীনতার সংগ্রাম........জয় বাংলা জিয়ে পাকিস্তান Do you ever realize the meaning of those sentences? Lets clarify it by available evidences. আমি অনেক গুলোর মাঝে মাত্র কয়েকটা প্রমান দিব। বাকি বিবেচনা আপনার। শেখ মুজিবর রহমান এই কথার দ্বারা কি বুঝিয়েছিলেন? স্বাধীন বাংলাদেশ নাকি শায়ত্বশাষিত পুর্ব বাংলা? লেটস সি....... ১) ৭ই মার্চের পরে ২৫ মার্চে সাংবাদিকদের সাথে কথা প্রসঙ্গে শেখ মুজিব বলেন ..>> মুজিব: আই ওয়ান্ট টু লিভ লাইক আ ফ্রি সিটিজেন অফ আ ফ্রি কান্ট্রিরি ..>> সাংবাদিক: ইউ মিন ইনডিপেনডেন্স? ..>> মুজিব: আই ডিড নট মিন ডেট। ইট ক্যান বি ডান ইন মেনি ওয়েজ। ভিডিও লিংক: https://youtube/watch?v=tHx9qmLhmro বাংলাদেশের প্রথম প্রধান মন্ত্রী তাজউদ্দিন আহমেদের কন্যা ও মুক্তিযুদ্ধের উপ সর্বাধিনায়ক এয়ার ভাইস মার্শাল একে খন্দকারের (এক্স আওয়ামী কেবিনেট মন্ত্রী) লিখা দুটি আলাদা বইতে একটা বিষয় হুবহু চলে এসেছে। আমি সরাসরি সেটা কোট করলাম: ২৫ শে মার্চ রাতে শেখ মুজিব কোনো প্রকার দিক নির্দেশনা না দিয়ে সবাইকে আত্নগোপন করার নির্দেশ দেন। তিনি নিজে কোথায় যাবেন সেটাও কাউকে বলেন নি। তিনি গ্রেপ্তার হলে দলের কি হবে, সেটাও কারো জানা ছিলনা। [উল্লেখ্য শেখ মুজিব, সুটকেস গুছিয়ে গ্রেপ্তার হবার জন্যে রেডি হয়ে ছিলেন।]। বস্তুত, ২৫শে মার্চ রাতে তাজউদ্দিন আহমেদ, শেখ মুজিবের সাথে দেখা করে স্বাধীনতার একটি ঘোষনা পত্র রেকর্ড করতে বলেছিলেন। শেখ মুজিব তাতে রাজি হননি, এবং উত্তরে বলেছিলেন আমার বার্তা রেকর্ড হলে এবং তা প্রচার হলে পাকিরা আমাকে দেশদ্রোহী বলবে। এই উত্তর শোনার পরে তাজউদ্দিন প্রচন্ড হতাশ হয়ে রাগ করে বাসা থেকে বেরিয়ে যান। সূত্র: তাজউদ্দিন আহমেদ: নেতা ও পিতা এবং ১৯৭১ ভেতরে ও বাইরে। এসব থেকে স্পষ্ট বোঝা যাচ্ছে, শেখ মুজিবের স্বাধীনতা ঘোষনার কোনো কলিজা ছিলনা। ৭১ এর সেই সময়ে তিনি কাপুরুষের ন্যায় আচরন করেছিলেন। সবচাইতে বড় কথা তিনি কখনোই পাকিস্তানের বিভক্তি চাননি। এবার আসি জয় বাংলা - জিয়ে পাকিস্তানপ্রসঙ্গে। আপনি যদি সঠিক ইতিহাস জানতে চান তবে মিলিয়ে নিন। ১৯৭১ সালের ৭ মার্চের ভাষণের শেষে শেখ মুজিব জিয়ে পাকিস্তান বলে ভাষন শেষ করেছেন- প্রমান: ১/ নির্মল সেনের আমার জীবনে ’৭১-এর যুদ্ধ বইতে; ২/ সেক্টর কমান্ডার কাজী নুরুজ্জামানের Remembers Bangladesh Liberation War 1971 বইতে; ৩/ আহমেদ ছফার প্রবন্ধ সংকলন থেকে সলিমুল্লাহ খানের সম্পাদনায় বেহাত বিপ্লব ১৯৭১ বইতে; ৪/ অলি আহাদের জাতীয় রাজনীতি ১৯৪৫-৭৫ বইতে; ৫/ যুগান্তর পত্রিকায় ৭ মার্চ ২০১১ তারিখে আতাউস সামাদের লেখা যেভাবে আমরা পেলাম দিনটি কলামে; ৬/ বদরুদ্দীন উমরের লেখা আমার জীবন (তৃতীয় খন্ড) বইতে; এবং ৭/ সাবেক প্রধান বিচারপতি ও তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা জনাব হাবিবুর রহমানের বাংলাদেশের তারিখ নামক বইয়ের প্রথম সংস্করণে লিখেছিলেন। ৮) কবি শামসুর রাহমান নিজেও তাঁর স্মৃতিচারণমূলক বই কালের ধুলোয় লেখা বইতে লিখেছেন যে শেখ মুজিব, জয় বাংলা, জিয়ে পাকিস্তান! বলে তাঁর বক্তব্য শেষ করেছিলেন। আর কতকাল অন্ধকারে থাকবেন? কারো (দোষ গুন) সকল কিছু বিবেচনা করেই তবেই তাকে সাপোর্ট করা উচিত। শুধুই একটি মিথ্যা/প্রপাগান্ডার (আওয়ামিলীগই মুক্তিযুদ্ধ করেছে, দেশ স্বাধীন করেছে//মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তি) উপর ভিত্তি করে আপনি আপনাকে ঠকাতে পারেননা। সত্য জানতে ইতিহাস ভিত্তিক উল্লেখিত বইগুলো পড়ুন। শেখ হাসিনার ক্যারেক্টার জানতে পড়ুন: আমার ফাসি চাই। কৃতঙ্গতা: সকলকে যাদের থেকে লেখার উপকরন পেয়েছি from:লেডি হিটলার
Posted on: Mon, 08 Sep 2014 06:58:14 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015