আমি প্রফাইল এ আমার ছবি - TopicsExpress



          

আমি প্রফাইল এ আমার ছবি দেওয়ায় অনেকে অনেক মন্তব্য করেছেন কিছু দ্‍বিনী ভাই আছেন তারা ফটো ডিলিট করারও পরামর্শ দিয়েছেন . কিন্তু আবার অনেকে আমার আইডি ফেইক ও বলেছেন . যারা ফেইক বলে তাদের কথা হল আমাকে ফটো দিতে হবে , তাহলে তারা আমাকে বিশ্বাস করবে। এখন বন্ধু তোমারাই বলো আমি কি করতে পারি?? বি:দ্র: আমি ফটো দিতে চেয়েছিলাম না। ফ্রেন্ডদের কথায় অনেক কষ্ট পেয়ে দিয়েছি। আশা করি সবাই ভালো পরামর্শ দিবা।
Posted on: Fri, 01 Nov 2013 09:48:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015