আমি বলছিনা যে রেপের জন্য - TopicsExpress



          

আমি বলছিনা যে রেপের জন্য শুধু পোষাক দায়ি। ধর্ষককে যেমন কঠিন শাস্তির কথা বলছি তেমনি মেয়েদেরও প্রটেকশানের কথা বলছি। আর শালীন পোষাকই মেয়েদের উত্তম প্রটেকশান। এছাড়া নোংড়া সিনেমা ব্যান, পোষ্টার ম্যাগাজীন ব্যান, চটি বই ব্যান করার কথাও বলছি। ধর্ষন করার পরিবেশ তৈরি করছে যারা তাদেরও শাস্তির কথা বলছি। আর সালওয়ার পড়া বা বোরখা পড়া মেয়েরা জিন্স পড়া মেয়েদের থেকে কম ইভ টিজের সন্মুক্ষিন হয় এটা নিশ্চয় মানবেন?? আর মেয়েরা পেট দেখা, পিঠ দেখা, বুক দেখা পোষাক পড়বে কেন? আমরা ছেলেরা তো পড়িনি। বৈজ্ঞানিকভাবে একথা তো প্রমানিত যে মেয়েদের শরীর দেখলে ছেলেরা উত্তেজিত হয়। আমিও হয় আপনিও হোন। একজন মেয়ে কেন তার শরীর দেখিয়ে লোককে উত্তেজিত করে বেরাবে? আমি আপনি কন্ট্রোল করে নেব কিন্তু অনেকেই আছে যারা পারেনা ফলে ইভ টিজ করে, ভিড়ে শরীরে হাত দেয়। আরো বেশি চান্স পেলে রেপ করে। বোঝার চেষ্টা করুন। আমি কি পোষাক পড়ব সেটা আমার ব্যাপার, এধরনের কথা অসামাজীক। আমরা সামাজীক জীব। আমার বউ আমার জন্য নিষিদ্ধ নয় তাই বলে রাস্তার ধারে বা পার্কে তো সেক্স করতে পারিনা। কারণ আমরা সমাজে বাস করি।
Posted on: Thu, 07 Nov 2013 06:02:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015