আমি মেডিকেল - TopicsExpress



          

আমি মেডিকেল স্টুডেন্ট............ফেল করতে ভয় পাইনা। ক্লাস ৩ থেকে এইচএসসি পর্যন্ত আমাদের ঘুরিয়ে পেচিয়ে প্যারাগ্রাফ , ভাবসম্প্রসারন, ব্যাখ্যা, রচনা ... ইত্যাদির মাধ্যমে বার বার একটি জিনিস ই শেখানো হয়েছে । আর তা হল Failure Is The Pillar of success.........! কিন্তু ক্লাস ৩ থেকে এইচএসসি পর্যন্ত অনেকের ই ফেইল করার সাধ টা পাওয়া হয়না। হয়তো অনেকে সাড়া জীবন পায় ও না। কিন্তু failure is the pillar of success....... কথাটার আসল প্রয়োগ হয় মেডিকেলে। অনেকে ই দেখেছি ফেল করে খুবই হতাশ হয়ে পরে। সত্যি সারা জীবন যে ছেলে/মেয়ে ব্রাইট স্টুডেন্ট ছিল, সে যদি হঠাৎ করে ফেইল করে যায়, তাহলে লোকে যতোটা না খারাপ বলে তার থেকে বেশী খারাপ লাগে নিজের কাছে। তবে মেডিকেল ব্যাপার টা যে সম্পূর্ণ আলাদা তা ভর্তি হবার সময় আমাদের অনেকেরই মাথায় থাকে না। ক্লাস শুরুর প্রথম দিন থেকেই এসএসসি, এইচএসসি র পুরানো একটা স্পৃহা কাজ করে আমাদের মাঝে। অনেকটা ওভার - কনফিডেন্স এবং আত্মদাম্ভিকতার চাপে আমরা ভুলেই যাই যে - চান্স পাওয়ার পর যেখানে পড়তে এসেছি সেখানকার পরিবেশ, পড়ালেখার স্টাইল ইত্যাদি ক্লাস ৩ থেকে এইচএসসি পর্যন্ত আমাদের প্রাপ্ত অভিজ্ঞতা থেকে সম্পূর্ণ ভিন্ন। এজন্য ক্লাস শুরু হবার দিন থেকেই নবাগতদের বিশেষ ভাবে তাদের পড়ালেখার প্রতি লক্ষ্য রাখতে হবে। মনে রাখবে, এখানে কিন্তু কেউ তোমাকে পড়তে বলবে না। তুমি পাশ করো অথবা ফেল করো অথবা জাহান্নামে যাও তাতে কারো কিচ্ছু আসবে-যাবে না।পড়তে হবে নিজের। .................. এতো কিছুর পরেও বিনাকারনে মাঝে মাঝে দুর্ভাগ্য বসতো ফেইল হয়ে যেতে পারে। হয়তো বা প্রশ্ন করবে কেন...... ! কিন্তু এই কেনোর উত্তর শুধু আমি কেন, বাংলাদেশের কোণ ডাক্তার বা মেডিকেল স্টুডেন্ট দিতে পারবে না। কারন ভাগ্যের কথা একমাত্র আল্লাহ্‌ ছাড়া আর কেউ জানেন না। শুধু একটা জিনিস মাথায় রাখতে হবে । আর তা হোল ভয় পেলে চলবে না। একবার ফেল করলেই যে জীবন শেষ হয়ে যাবে, এমন কোণ কথা নেই। যদি তবুও ভয় লাগে, তাহলে তোমার আম্মু বা আব্বু র কাছে গিয়ে একটা প্রশ্ন করবে। বলবে , আব্বু/আম্মু?? ছোট বেলায় কি আমি একবারেই হাটতে পেরেছিলাম? নাকি বার বার পরে গিয়ে তারপর হাটতে শিখেছি?? দেখবে আব্বু/আম্মু কি উত্তর দেন............। আমি নিশ্চিত, আব্বু/আম্মুর উত্তর শোনার পর, তোমার আর ভয় করবেনা।
Posted on: Thu, 31 Oct 2013 10:37:56 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015