আমি যে একটা নির্বোধ - TopicsExpress



          

আমি যে একটা নির্বোধ , থার্টক্লাস , পাগল ছেলে , এই বিষয়ে কারো কোন সন্দেহ আছে কি ? যদি থেকে থাকে তবে নিচের বাস্তব ঘটনাটা পড়লে তাও কেটে যাবে । 04 Nov, 2014, আগামী কাল হাজী দানেশে ভর্তি পরীক্ষা । সকাল থেকেই লেখা পড়ায় ব্যস্ত ছিলাম । কখন যে বিকেল হয়ে গেল , বুঝতেই পারলাম না । একটা সোনালী বিকেলের আশায় ছিলাম । কিন্তু সোনালী বিকেল আর পেলাম কোথায় ! বিকেল চারটা , ফোনটা হঠাৎ বেঁজে উঠল । আমার Samsung Glaxy এর পর্দায় ভেসে উঠল , Incomming coll : F Oyshe বুঝতে বাকি রইল না , কে ফোন করেছে । ইচ্ছে করেই ফোনটা কেটে দিলাম । তৃত্বীয় বারে ফোনটা রিসিভ করলাম আমি । ~Hello ? ~ বাবা , আমি ঐশীর মা বলছি । ~জী বলেন Anty . ~কোথায় তুমি বাবা । ~দিনাজপুরে । কেন ? ~বাবা , আমরা তো দিনাজপুরে কোন দিন আসি নাই । কোন কিছুই চিনি না । কিভাবে দিনাজপুর যাব ? [Network এর Problem থাকায় আমার একটু শুনতে ভুল হয়েছিল । আমি ভেবেছিলাম ,কিভাবে দিনাজপুর থেকে বাড়ি যাবে । ভাবাটাই স্বাভাবিক । কারন আগের দিনই সাহেদ(আমার Close friend) আমাকে ফোন করে জানিয়েছিল যে , ঐশী ও তার মা আমার চির শত্রু ববির নিকট গিয়ে উঠেছে । ] ~ এটা আবার কোন সমস্যা ? অটোতে চড়ে টার্মিনালে যাবেন । Then রংপুরের বাসে উঠবেন । সৈয়দপুরে নেমে নীলফামারীর বাস ধরে চলে যাবেন । ~বাবা, আমরা তো এখনো দিনাজপুরে আসি নাই । ~কি বলেন ! ~হ্যা । দিনাজপুরে আমার পরিচিত কেউ নেই । আমার কোন থাকার জায়গা নেই । Please বাবা ! তুমি একটা ব্যাবস্থা কর । ~ OK . আমি দেখছি । [ফোনটা কেটে দিলাম আমি । চিন্তায় পড়ে গেলেম আমি । ঐশীর মা আমার সাথে মজা করছে , নাকি সাহেদ ভুল শুনেছে । ২মিনিট পর আবার ফোন দিলেন তিনি । ] ~জী বলেন । ~বাবা , আমরা টার্মিনালের কাছাকাছি । তুমি প্লিজ একটু এসো ।আমরা এখানকার কিছুই চিনি না । ঐশীর সাথে কথা বল । [ফোনটা ঐশীকে দিলেন তিনি । ] ~হ্যালো নাজমুল ভাইয়া । আমরা চলে এসেছি । PLZ একটু এসো । ঐ ফিস (ববি) আমাকে ওর ঐ খানে উঠতে বলতেছে । [কথা শেষ না হতেই ঐশীর মা ফোনটা কেড়ে নিল ।] ~বাবা , ঐ ছেলেটা যে কেমন ? কি করে একটা অপরিচিত ছেলের কাছে গিয়ে উঠি । তুমি একটু এসো বাবা । ~ঠিক আছে । আমি যাচ্ছি । [ সাহেদকে ফোন করে , আসতে বললাম । ১০মিনিটের মধ্যেই সে চলে আসল । রাজু ভাইকে(আমার মামাতো ভাই) একটা ভাল আবাসিক হোটেল বুক করতে বললাম আমি । ৭০০টাকার বিনিময়ে যথা সময়ে হোটেল বুক করা হল । সাহেদ আর আমি গেলাম টার্মিনালে । রাস্তার ধারের ছোট্র চায়ের দোকানটায় বসে বসে চা খেয়েই চলেছি আমরা । বেলা গড়িয়ে ৬টা বাজতে চলল , এখনো ঐশী কিংবা তার মায়ের কোন পাত্তাই নাই । রাজু ভাই বার বার ফোন করে জিঞ্জেস করছিল , আমরা ওদের রিসিফ করেছি কি না । সাড়ে ৬টার দিকে নিজেই ফোন দিলাম ঐশীকে । ] ~হ্যালো ? ~হ্যা বল । ~কই তোমরা । আমি অনেক্ষন ধরে এখানে অপেক্ষা করছি । ~আমরা ববির এইখানে চলে এসেছি । [মেজাজটা পুরা খারাব হয়ে গেল । ] ~ ঐখানেই যদি যাবে , আমার সাথে এতো কাহিনী করার কি দরকার ছিল ? তোমার মাকে ফোনটা দাও । ~মা টয়লেটে গেছে । ~তোমার মা টয়লেট থেকে বের হলে ,আমাকে ফোন দিতে বলিও । ~OK. [ফোন তো দিলই না ! উল্টো আমি আবার ফোন দিলাম ।] ~হ্যালো বাবা ? ~আন্টি , আপনি এতো করে Request করলেন তাই লেখাপড়া ছেড়ে টার্মিনাল ২ঘন্টা ধরে দাড়িয়ে ছিলাম । আপনি কেন করলেন এইটা । ~না বাবা । তুমি কিছু মনে করিও না । ~মনে করব না মানে ? আপনি কি কাজটা ঠিক করছেন ? ~না বাবা । তুমি কষ্ট পাইয়ো না । অবশ্য তোমার একটু কষ্ট পাওয়াটা উচিৎ । [রাগে ফোনটা কেটে দিলাম । মানুষ এমন করে মানুষের Emotion নিয়ে খেলতে পারে আমি ভাবতেও পারি নাই ।] কি Game টাই না খেলল আমার সাথে । সাহেদ বার বার করে বারণ করা সত্ত্বেও আমি নির্বোধের মত গেলাম টার্মিনালে , আর অপমানিত হয়ে ফিরে এলাম । আমারে কেউ পানিতে চুভাইস না ক্যা রে ???? আমারে এক বালতি বিষ আইনা দে । খামু না । মগজটা স্ফ্রে করমু । তাতেও যদি মাথার মধ্যকার ঐশী নামক পোকাটা দুর হয় ।
Posted on: Sun, 30 Nov 2014 02:37:01 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015