আমি যে ঘটনাটা শেয়ার করছি - TopicsExpress



          

আমি যে ঘটনাটা শেয়ার করছি এটা আমার এক বান্ধবীর বড় বোন নাম সীমা, তার সাথে ঘটে যাওয়া একটা ঘটনা। তো আমি সীমা আপুর ভাষাতেই ঘটনাটি সবার সাথে শেয়ার করছি। ঘটনাটি ঘটেছিল ২০১০ সালের প্রায় মাঝামাঝি সময়। তখন ছিল জুন মাস। আমি তখন ঢাকাতে অনার্স ২য় বর্ষে পড়ি। আমি যে মহিলা হোস্টেলে থাকতাম সেটা ছিল চার তলা বিশিষ্ট। আর হোস্টেলের চারপাশ দেয়াল দিয়ে ঘেরা ছিল। অর্থাৎ বাইরে থেকে কোন লোক হোস্টেলের ভেতরে ঢোকা ছিল একেবারেই অসম্ভব। আমাদের রোমে আমার সাথে আমার আরও তিন বান্ধবি থাকতো। আমি তাদের নাম বলছিনা। আমরা থাকতাম হোস্টেলের তিন তলায়। আর হোস্টেলের সবচেয়ে নিচ তলায় একটা টিভি ছিল। একদিন ওরা সবাই নিচের রোমে গেল টিভি দেখতে। কিন্তু আমি নিচে না গিয়ে রোমের ভেতর বসে রইলাম। রাত তখন আনুমানিক প্রায় ৮টা/ সাড়ে ৮টার মত হবে। আমি আমার পড়ার টেবিলে বসে পড়ছি। ঠিক এমন সময় হঠাৎ করে শুনতে পেলাম জানালার মধ্যে কিছু একটা শব্দ হল। তাকিয়ে দেখি জানালাটা খোলা অবস্থায় আছে। ভাবলাম হয়তো বাতাসে জানালাটা দেয়ালের সাথে জোরে বারি খাওয়ার কারনেই শব্দটা হয়েছে। আমি জানালার কাছে গেলাম জানালাটা বন্ধ করার জন্য। কিন্তু জানালার কাছে যেতেই আমার মনে হল ছায়ার মতন কিছু একটা জানালার উপর থেকে সরে গেল। আমি ভীষণ ভয় পেয়ে গেলাম। ভাবলাম কোন চোর নয়তো? আমি তারাতারি করে জানালাটা বন্ধ করে দিয়ে চলে এলাম। কিছুক্ষন পর আমি শব্দটা আবার শুনতে পেলাম। এবার আমি জানালার দিকে চোখ দিতেই দেখি মানুষের মতন একটা শেফ জানালার উপর এসে পরছে। কিন্তু এত উপরে বেয়ে উঠে আসার মত কোন কিছুই সেখানে ছিলনা। এমনকি সেখানে কারো দাঁড়ানোর মত কোন জায়গাও ছিলনা। তাহলে? তাহলে ওটা ওখানে কি দাঁড়িয়ে আছে? আমার মনে প্রশ্ন জাগল। কিন্তু জানালা খুলে দেখার সাহস হলনা আমার। আমি ওখানে আর এক মুহূর্তও না দাঁড়িয়ে দৌড়ে নিচে চলে যাই আর আমার বান্ধবিদের কে ব্যাপারটা জানাই। এরপর সবাই রোমে আসে। কিন্তু তখন আর সেখানে সেই ছায়াটা নেই। সবাই বলল যে তুই ভুল দেখেছিস। কিন্তু যে যাই বলুক, আমিতো জানি যে আমি কি দেখেছি। এরপর আমি জানালার দিকে লক্ষ করতেই দেখি, সেখানে কিছু নিখুঁত ভাবে আচরের দাগ দেওয়া। অর্থাৎ দাগগুলো ছিল এমন যে, কাচের উপর কোন একটা নিখুঁত ভাবে নকশা করলে যেমন হয়, ঠিক তেমন। কিন্তু এর আগে আমরা কেউই সেই নকশা সেখানে দেখিনি। সবাই একটু অবাক হয়ে গেলাম। সেদিনের মত আমরা যারযার মত ঘুমিয়ে পরলাম। তার ঠিক ২ থেকে ৩ দিন পরেই একই ঘটনা আমার সাথে আবার ঘটল। তবে এবারের ঘটনাটা ছিল আগের থেকে একটু আলাদা। আমি আর আমার এক বান্ধবি রোমে বসে আছি। তখন বাইরে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। ঠিক এমন সময় দেখলাম জানালার উপর কিছু একটা ছায়া এসে বারবার সরে যাচ্ছে। আমরা দুইজন দুজনের মুখের দিকে তাকাচ্ছি। আমাদের চোখ হঠাৎ জানালার বাইরে যেতেই দেখি আমাদের হোস্টেলের ঠিক পাশে যে বিল্ডিংটা আছে, সেই বিল্ডিং এর ছাদের উপর একটা দোলনায় করে উল্টা দিকে বসে কেউ একজন দোল খাচ্ছে। দেখে মনে হচ্ছিল একটা মেয়ে এবং তার চেহারা কিছুতেই দেখা যাচ্ছিল না। আমরা ভীষণ অবাক হয়ে গেলাম! এতরাতে একটা মেয়ে ছাদের উপর একা একা দোলনায় বসে দোল খাচ্ছে, তাও আবার এইরকম বৃষ্টির মধ্যে। ব্যাপারটা আমাদের কাছে খুবই অদ্ভুত লাগছিল। কিন্তু এর আগে কখনোই কেউই এই ধরনের ঘটনা ফেস করিনি। আমরা দুইজন দৌড়ে গিয়ে আরও লোকজন ডাকলাম। কিন্তু সবাই যখন আসল তখন আর সেখানে কোন দোলনা বা কোন মেয়েকেও দেখা গেল না। এরপর আমরা তাদেরকে জানালায় আকা সেই নকশাটাকে দেখালাম। সবাই খুব ভাল করে লক্ষ করে দেখে সে নকশাটা ছিল একটা দোলনার নকশা। তারপর আমাদেরকে সেই রোম থেকে অন্য একটা রোমে বদলি করে দেয়া হয়, আর আমাদের রোমে অন্য চারজন মেয়েকে থাকতে দেয়া হয়। কিন্তু পরবর্তীতে কিছুদিনের মদ্ধেই তারাও সেই একই ঘটনা ফেস করে। এরপর থেকে সেই রোমে আর কেউই থাকতো না। আমরা পরে খোঁজ নিয়ে জানতে পারি সেই বাসায় দুই তলায় এক ভাড়াটে থাকতো। সাথে তার স্ত্রীও থাকতো। কিন্তু কিছু দিন আগেই তারা কাউকে কোন কিছু না জানিয়ে হঠাৎ করেই বাড়ি ছেড়ে চলে যায়। কিন্তু কি কারনে চলে গেছিল তা কেউই বলতে পারেনি। সবার ধারনা হয়তো লোকটি কোন কারনে তার স্ত্রীকে খুন করে সেই বাসা থেকে পালিয়ে গেছিল। কিন্তু এই ব্যাপারে কেউই নিশ্চিত নয়। কিন্তু এটাই কি সেই ঘটনার কারন? এর ব্যাখ্যা আমার জানা নেই।।
Posted on: Mon, 26 Aug 2013 17:59:51 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015