আমি যখন ক্লাস ওয়ানে - TopicsExpress



          

আমি যখন ক্লাস ওয়ানে পড়তাম তখন আমাদের ২০ মার্ক এর মৌখিক পরীক্ষা হত ... ছাত্রী হিসেবে খারাপ ছিলাম না কিন্তু আমার সমস্যা ছিল পরীক্ষার সময় নার্ভাস হয়ে সব উল্টা পাল্টা উত্তর দিতাম ... একদিন মৌখিক পরীক্ষা শুরু হল,স্যার আমাকে প্রশ্ন করতে শুরু করলেন ... স্যারঃ আমাদের জাতীয় ফল এর নাম বল? আমিঃ ডালিম স্যারঃ আমাদের জাতীয় পাখি কোনটি? আমিঃ কাক স্যারঃ আমাদের জাতীয় পশুর নাম বল? আমিঃ গরিলা স্যারঃ আমাদের দেশের নাম বল? আমিঃ বাংলাদেশ (এই একটা উত্তরই ঠিক দিছিলাম) পরীক্ষা শেষ হওয়ার পর স্যার আমাকে স্কুল থেকে নিয়ে বের হলেন,স্কুল এর বাইরে আব্বু আমার জন্য অপেক্ষা করছিল। আব্বু আমাকে জিগ্যেস করলো পরীক্ষা কেমন হইছে?,আমি কিছু বলার আগেই স্যার বলে উঠল,"তার পরীক্ষা খুব ভাল হইছে, আপনার ছেলেকে এখন আমি চকলেট কিনে দেব" আব্বু জিগ্যেস করলো,"পরীক্ষা কি খুব ভাল হইছে?" স্যার বলল,"আপনার ছেলে সব প্রশ্নের উত্তর ভুল দিছে কিন্তু একমাত্র নিজের দেশের নামটা ঠিক বলতে পারছে,দেশকে সে ভুলে নাই,দোয়া করি দেশ এর প্রতি এই টান যেন সব সময় তার মধ্যে থাকে" কিছুদিন আগে স্যার এর সাথে আমার আবার দেখা হইছিল,ওইদিন স্যার শেষ একটা কথা আমাকে বলছিলেন, "আমার খুব ইচ্ছা মারা যাওয়ার আগে দেখব,এ দেশের মানুষ খুব সুখে আছে,পৃথিবীর সব থেকে সুখী রাষ্ট্রের তালিকায় বাংলাদেশ থাকবে সবার প্রথমে, আমাদের দিকে কেউ আঙ্গুল তুলে কোনও অভিযোগ করতে পারবে না। আসার সময় শুনলাম স্যার বিড় বিড় করে বলতেছে, "I like to see a man proud of the place in which he lives. I like to see a man live so that his place will be proud of him"
Posted on: Tue, 24 Sep 2013 09:58:59 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015