আমার এক বন্ধুর - TopicsExpress



          

আমার এক বন্ধুর মোটরসাইকেল চুরি হলো; ...চার ঘণ্টা পরে সেটা আবার পাওয়াও গেলো বেচারা চোর, ৩ ঘণ্টা জ্যামে বসে থেকে, বিরক্ত হয়ে মোটরসাইকেল ফেলে, পালিয়েছে কথায় আছে; If you always focus on the negative you will never see the positive এরকম নেগেটিভের ভিড়ে, পজিটিভ কিছু খুঁজে নেয়ার ইচ্ছে থেকেই শুরু হয়েছিল “আমরাই বাংলাদেশ” এর পথচলা উদ্যোগটা শুরু করেন রাজীব ভাই, তিনি ডানে তাকিয়ে দেখেন দাঁড়িয়ে আছি আমি... আমি ডানে তাকিয়ে দেখি দাঁড়িয়ে আছেন জাভেদ ভাই... হাত ধরে দাঁড়াতে দাঁড়াতে দেখতে থাকি, আস্তে আস্তে হাতের পরিমান বাড়ছে এভাবে বাড়তে বাড়তে হাতের সংখ্যা আজ দাড়িয়েছে ১ লক্ষের কিছু উপরে ১ লাখ হাত... i.e ৫০ হাজার মানুষ কিন্তু কম নয়... ৫০ হাজার আর্মি রাস্তায় বের হলে দেশে ক্যু হয়ে যায়... ৫০ হাজার ভোটেরই ব্যবধানে, প্রার্থী জয়ী হয়... ৫০ হাজার মানুষের এক সাথে দাঁড়িয়ে জাতীয় সঙ্গিত গাওয়ার রেকর্ড, বিশ্বে নেই... ৫০ হাজার মানুষ বর্ডারে দাঁড়িয়ে ইয়ে করলে ইন্ডিয়াতে বন্যা হয়ে যাবে :P মজার ব্যাপার এই ৫০ হাজারের কেউই বসে নেই... এখন যখন পোস্টটা লিখছি তখন রুবাইয়াত আর নজরুল নামের দুইজন, সাইকেল চালিয়ে তেতুলিয়া থেকে টেকনাফের উদ্যেশে আছে... তাদের লক্ষ্য, রক্ত দানে সচেতনতা বৃদ্ধি করা এখন যখন পোস্টটা লিখছি তখন হয়তো কেউ বস্তিতে দিনের বেলায় বোতল বাতি নামক একটা উদ্ভট জিনিস দিয়ে কিভাবে রুমের আলো বাড়ানো যায়, ঘামতে ঘামতে সেটা বস্তিতে বস্তিতে যেয়ে বুঝাচ্ছে কেউ হয়তো শীত বস্ত্র বিতরণে যেনও ডুপ্লিকেশন না হয় সেটার একটা মেকানিজম বের করে সব এনজিও কে দিচ্ছে কেউ হয়তো এই লেখাটা পড়ে, কিছু একটা প্রতিজ্ঞা করে ফেলছে যে যার মতো কাজ কিন্তু করে যাচ্ছে থেমে থাকতে পারে বিএনপি... থমকে থাকতে পারে লীগ ...কিন্তু কিছু উদ্যমী, টুকটুক করে কাজ করেই যাচ্ছে কারণ তারা মনেপ্রানে বিশ্বাস করে, দেশটা তো আমাদেরই তাই না? আমরাই তো বাংলাদেশ
Posted on: Sat, 23 Nov 2013 06:25:28 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015