আমার এক বড় ভাই যিনি - TopicsExpress



          

আমার এক বড় ভাই যিনি বিদেশে পড়াশুনা করে বিদেশেই সেটেল হয়েছেন, কিছুক্ষণ আগে আমাকে ইনবক্স করেছেন -আমিনুল, তুমি এই যে ফেসবুকে এতো কিছু লিখো এতে তোমার পড়াশুনা, নিজস্ব সময় সব কিছুর অপচয় হচ্ছে না? - না, হচ্ছে না। আমি সব কিছু মেইনটেইন করেই লেখালেখি করি। -তুমি এতো সময় পাও কিভাবে? -সময় করে নেই। -কি দরকার এতো ফেসবুকে পড়ে থাকার। শুনো এতসব লিখে বরং শত্রু বাড়াচ্ছ। এর চাইতে চুপ চাপ থাকলেই তো হয়। ফেসবুকে লিখে কে কি করেছে! শুধু শুধুই সময় নষ্ট। আমি আর আমার সেই বড় ভাইকে কিছু বলিনি। উল্টো উনার সাথে ইনবক্সে আলাপ শেষে এই স্ট্যাটাস লিখতে বসেছি। হ্যাঁ, আপনাদের মতো যারা বিদেশে সেটেল হয়ে আয়েসের জীবন বেছে নিয়েছেন, যারা নয়টা পাঁচটা চাকরি করে কেবল নিজেদের সাফল্যর কথা চিন্তা করেন তাদের কাছে আমাদের মতো ফসবুকাররা হচ্ছি খেয়ে দেয়ে কাজ না থাকা মানুষদের দলে। তবে শুনে রাখুন, এই আমরা ফেসবুকাররাই মাত্র এক দিন আগে দেশের শীতার্ত মানুষদের জন্য কনসার্ট ফর কম্বল আয়োজন করেছি। আর এর মাধ্যমে কি পরিমাণ কম্বল পাওয়া গেছে জানেন? প্রায় ২৪ হাজার কম্বল। এবার চিন্তা করুন একটা ফ্যামিলিতে যদি ২টা কম্বল হলেই চলে তাহলে প্রায় ১২ হাজার ফ্যামিলিকে শীতের হাত থেকে আমরা রক্ষা করতে সক্ষম হচ্ছি। আর সাধারণ ফেসবুকার হিসেবে এখানেই আমাদের গর্ব। ফেসবুকার হিসেবে তাই আমরা গর্ব করতেই পারি। আপনারা যারা নয়টা-পাঁচটা অফিস করেন, বিদেশে সেটেল হয়ে ভাবছেন আমাদের খেয়ে দেয়ে কোন কাজ নেই, একবার বুকে হাত রেখে বলুন তো দেশের জন্য, সমাজের জন্য এমন কি অবদান রেখেছেন আপনারা! আর এ জন্যই ফেসবুকার হিসেবেও আমরা গর্ব করতে পারি। আপনারা থাকুন আপনাদের নিজদের সাফল্য আর সামাজিক স্ট্যাটাস নিয়ে। Courtesy: Aminul Islam
Posted on: Sun, 21 Dec 2014 15:26:26 +0000

Recently Viewed Topics




© 2015