আমার একলা আকাশ থমকে গেছে - TopicsExpress



          

আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে তুমি চোখ মেললেই ফুল ফুটেছে আমার ছাদে এসে ভোরের শিশির ঠোঁট ছুঁয়ে যায় তোমায় ভালোবেসে । আমার ক্লান্ত মন ঘর খুঁজেছে যখন আমি চাইতাম , পেতে চাইতাম শুধু তোমার telephone ঘর ভরা দুপুর আমার একলা থাকর সুর রোদ গাইত, আমি ভাবতাম, তুমি কোথায় কত দূর আমার বেসুর গিটার সুর বেঁধেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে । আমার একলা আকাশ চাঁদ চিনেছে তোমার হাসি হেসে শুধু তোমায় ভালোবেসে || অলস মেঘলা মন আমার আবছা ঘরের কোন চেয়ে রইত, ছুঁতে চাইত তুমি আসবে আর কখন শ্রান্ত ঘুঘুর ডাক ধূলো মাখা বইয়ের তাক যেন বলছে, বলে চলছে, থাক অপেক্ষাতেই থাক । আমার একলা আকাশ থমকে গেছে রাতের স্রোতে ভেসে শুধু তোমায় ভালোবেসে আমার দিনগুলো সব রঙ চিনেছে তোমার কাছে এসে শুধু তোমায় ভালোবেসে ||
Posted on: Sun, 24 Aug 2014 15:50:16 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015