আমার কাছে ফেসবুকের - TopicsExpress



          

আমার কাছে ফেসবুকের সবচেয়ে পছন্দের অপশন হচ্ছে "পোক" POKE নারী ও পুরুষ ভেদে পোকের ফলাফল দুই রকম !! ছেলেদের পোক করলেঃ __পোলা ফ্রেন্ড লিস্টে থাকলে,পোক করার সাথে সাথে প্রোফাইল এ ঢুকে সমান তালে লাইক দিতে শুরু করব।ভাববো আমি হেতের কাছে লাইকার হতে চাই। আর পোলা ফ্রেন্ডলিস্টে না থাকলে এখ্খান রিকু পাঠায় দিবো। মেয়েদের পোক করার ফলাফল টা খুবই ভয়াবহঃ __মেয়েটা ফ্রেন্ড লিস্টে থাকলে হুমকি দেয় আনফ্রেন্ড অথবা ব্লক করার। লিস্টে না থাকলে আবার ইনবক্সে ঝাড়ুপেটা করে :O আবার মেয়ে পরিচিত হলেও বয়ফ্রেন্ড দিয়ে বকুনি দিতে পারে। পোলাপাইনগো মন আসলেই টিউব লাইটের মতন ঝকঝকা,আর মেয়েদের টা .....? আমি কিছু কমু না আপনেরাই বুইঝ্যা লনগা..... :-P সুতরাং জায়গা বুঝে সঠিক জায়গায় দেখে শুনে পোক করাই ভালো, তারপরও না দেখে পোক করার মজাই অন্যরকম ;) :-P
Posted on: Mon, 07 Oct 2013 08:01:19 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015