আমার চোখের সমস্যা আছে। - TopicsExpress



          

আমার চোখের সমস্যা আছে। সমস্যা টা হল ক্যামেরার ফ্ল্যাশ অন করে ছবি তুললে আমার চোখ লাল হবেই। দেখা যায় দশ জনে মিলে গ্রুপ ছবি তুলতেছি, নয় জনের চোখ ঠিক আছে শুধু আমার চোখটাই লাল হইছে। মিস নাই, প্রত্যেক ছবিতে একই কাহিনী। আজকে কাজিনদের নিয়ে হাতিরঝিলে গেছিলাম। সবাই ছবি তুলতেছে। আমিও তুলতেছি কিন্তু ঐ একই সমস্যা। প্রত্যেকটা ছবিতে আমার চোখ লাল হইতেছে। একলা ছবি তুলতেছি সেটাতেও আমার চোখ লাল, সবাই মিলে গ্রুপ ছবি তুলতেছি সেটাতেও সবার চোখ ঠিক আছে খালি আমার চোখ লাল, একজন একজন করে কাজিন আইসা আমার লগে ছবি তুলতেছে সেটাতেও সেই একজনের চোখ ঠিক খালি আমার চোখ লাল। শেষমেশ বিরক্ত হইয়া আপু বলল "তোর চোখের সমস্যা কি বলতো? সবার চোখ ঠিক থাকে খালি তোর চোখ লাল হয় ক্যান?"। মিনমিন করে উত্তর দিলাম "মনে হয় ডিএসএলআর ছাড়া এইসব কমদামী ক্যামেরা আমার চোখে স্যুট করে না"। আপু তারপর থেইকা আমার আর কোন ছবি উঠাইতে দেয় নাই। কইছে আমার চোখই নাকি তারা ক্যামেরাতে স্যুট করতেছে না, আরও কইছে এইসব সমস্যাওয়ালা চোখের ছবি উঠাইলে তার ক্যামেরা নাকি নষ্ট হইতে পারে। :(
Posted on: Mon, 02 Sep 2013 18:32:26 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015