আমার চুল গুলো কিছু - TopicsExpress



          

আমার চুল গুলো কিছু দিন আগে বাঁকানো ছিলো, বেশ বড় বড় ও বলা যায়। কিন্তু আমি কখনও হিমু হওয়ার চেষ্টা করি নি বা করি না। আমি হিমু হওয়ার ১হাজার গজ দূরে থাকি। তবে কিছু মানুষ আমাকে পাগল টাইপের জানে, আসলে যারা আমাকে পাগল ভাবে তারাই মানসিক রোগী। :পি - এক দুপুর বেলা রাস্তার এক পাশে দাঁড়িয়ে আছি। প্রচন্ড রোদ, মাথার মগজ বের করে দেয়ার মতো রোদ। তখন মনে হচ্ছিলো কে যেনো টেনে টেনে আমার চুল গুলো ছিঁড়ে ফেলছে। আমার প্যান্টের এক পা খাপানো, আরেক পা নামানো। খুব ব্যস্ত ভংগী নিয়ে দাঁড়িয়ে আছি, আমার কাজ একটাই রাস্তায় চলাচলের মানুষ গুলোকে দেখা। খুব মনোযোগ দিয়ে দেখছি মানুষ গুলো কিভাবে হাটে,আলাদা করছি একেক জনের হাটার ধরন। - হঠাৎ পাশ থেকে বাচ্চা কন্ঠে শুনতে পেলাম, মা দেখো দেখো পাগল পাগল। ঐ পাগল ঐ পাগল, পাশ ফিরে দেখি অল্প বয়সের এক বাচ্চা বলছে এই পাগল এই পাগল। বাচ্চা মেয়েটার পাগল ডাকটা শুনে কেনো জানি আনন্দ হচ্ছিলো। এই আনন্দ চেপে রাখার আনন্দ না, এই আনন্দ প্রকাশ করার আনন্দ। আমি আনন্দ প্রকাশ করছি বাচ্চা মেয়েটির দিকে তাকিয়ে দাত বের করে হাসি দিয়ে। আমার হাসির বেগ যতো বারছ, বাচ্চা মেয়েটির পাগল ডাক ততো বারছে। - বাচ্চা মেয়েটির মা খুব করুন ভাবে আমার দিকে তাকিয়ে আছে, তার তাকানোর ভাষা হয়তো তখন এটাই বলছিলো ভাই ও বাচ্চা মেয়ে ও কিছু বুঝে না, ওর কথায় তুমি কিছু মনে কর না। -আমিও মনে মনে তাকে উত্তর দিয়ে দিলাম, না আমি কিছু মনে করি নি আমি কিছু মনেও করি না। শুধু মাঝে মাঝে কিছু মনে করার অভিনয় করি। -শূন্য আকাশের ঘুড়ি
Posted on: Wed, 24 Sep 2014 06:50:05 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015