আমার ব্যক্তিগত মত হল - TopicsExpress



          

আমার ব্যক্তিগত মত হল ফেলানী হত্যার অবিচারসুলভ রায়ে ভারতীয় পণ্য বর্জনের আহবান খুব হাস্যকর এক প্রয়াস। ক্যাপিটালিজম এর এই যুগে বড় ক্যাপিটাল ছোট ক্যাপিটালকে কাঁটাতারে গুলি করবে, উলঙ্গ করে বেধড়ক পেটাবে, ডরিমন গেলাবে সেটাই স্বাভাবিক। পণ্য বর্জন করে কি হবে? কয়টা পণ্য বর্জন করবেন আপনি? করবেনই বা কি যুক্তিতে? তারচেয়ে ফেলানীর প্রতি অবিচারের শোককে শক্তি বানান। আত্মমর্যাদা রক্ষা করতে হলে আত্মশক্তি বাড়ান। নিজেকে প্রতিটা সেক্টরে অপ্রতিরোধ্য বানান। মনে রাখবেন আপনি যখন শক্তিশালী তখন দুনিয়া আপনার হাতের মুঠোয় আর আপনি যখন দুর্বল তখন আপনি কারও হাতের মুঠোয়। কাজেই এসব পণ্য বিসর্জন, গান বিসর্জন, সাকিব আল হাসান এর কলকাতা নাইট রাইডার্স বিসর্জন বাদ দিয়ে অর্জনে মন দেন, অর্জন করেন। দেখবেন ভারতও একদিন আপনাকে সালাম করবে।
Posted on: Fri, 06 Sep 2013 18:58:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015