আমার ব্রিটিশ কাজিন অনেক - TopicsExpress



          

আমার ব্রিটিশ কাজিন অনেক আশা আকাঙ্ক্ষা নিয়ে বাংলাদেশে এসেছিলো বাঙ্গালী বিয়ে করবে। যথারীতি মেয়ে হান্ট শুরু হল, অনেক মেয়ে দেখা হল কিন্তু তার মেয়ে আর পছন্দ হয় না, তার সাথে ম্যাচ করে না। শেষে অনেক গরুখোঁজার (গরুর জায়গায় মেয়ে পড়ুন) পর একটা মেয়ে পছন্দ হল ভাইয়ার। মেয়ে লম্বা/ফর্সা/ফ্যামিলি ব্যাকগ্রাউন্ড ভালো, আর কি লাগে ! তবে মেয়ে পড়ে ইডেনে। এটা ভাইয়া জানতো না। আমার ২ আন্টি এবং আমরা ৯ টা কাজিন মিলে মেয়ে দেখতে গেলাম, উদ্দেশ্য ভাই এবং হবু ভাবীর মধ্যে বিয়েপূর্ব রসালাপ এবং আন্তরিকতা তৈরি। অবশেষে সেই মাহেন্দ্রক্ষণ উপস্থিত হল, ভাইয়া আর হবু ভাবী একা রুমে বসে কথা বলতে লাগলো। আমরা অন্যরুমে বসে ফ্যামিলির সাথে কথাবার্তা বলতে লাগলাম। হঠাৎ দেখি ভাইয়া আস্তে করে রুম থেকে বের হল, এর পর দে দৌড় ! একলাফে গাড়িতে উঠে বসে গাড়ি স্টার্ট দিল, আমিও পিছন পিছন দৌড়ায় গাড়িতে উঠলাম... জিজ্ঞেস করলাম, কাহিনী কি ? ভূত দেখছো নাকি ? এমনে দৌড় দিলা ক্যান ? ভাইয়ার জবাব মাত্র এক বাক্যে, মেয়ে ইডেনে পড়ালেখা করে...। আমি তব্দা খেয়ে আবার বললাম, তো ? সমস্যা কি ? উত্তর যা শুনলাম এর পরে আমি হাসতে হাসতে প্রায় কেঁদেই দিছি ! ভাইয়ার উত্তর ছিল, ইডেনের মেয়েরা নাকি ভয়ঙ্কর হয়, এরা মারপিট করে, আরও অনেক হাবিজাবি গেঞ্জাম কাজ করে, আমার বিয়ের পরে বউয়ের হাতে মার খাওয়ার ইচ্ছা নাই। জিজ্ঞেস করে জানতে পারলাম তার বন্ধুরা ইডেন কলেজের মেয়ে বিয়ে করতে মানা করেছে, কারণ উপরেই বললাম... বেচারা বাংলাদেশে থাকে না, ভায়োলেন্সের চরম বিরোধী কিন্তু এসেই পড়েছে ইডেনের খপ্পরে। এখন তাকে বোঝানো হচ্ছে তারাও ভালো মানুষ, আমাদের মতই তাদের সব কিছু... হেনতেন। আমার লাইফের সব থেকে হাস্যকর ঘটনার একটা হচ্ছে ভাইয়ার এই পাত্রীদর্শন ! মনে পড়লেই খালি হাসতেছি ! :D
Posted on: Sat, 19 Oct 2013 09:06:47 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015