আমার সাথে ঘটে যাওয়া কিছু - TopicsExpress



          

আমার সাথে ঘটে যাওয়া কিছু ঘটনা লিখলাম, হয়ত তোমাদের জীবনের সাথেও মিলে যেতে পারে। ঘটনা ১ : কল্পনা করো এক শ্রেণীকক্ষে দাঁড়িয়ে আছো, ছাত্রছাত্রীরা নিজেদের মাঝে কথা বলছে। সামগ্রিক একটা গুঞ্জন খেলা করছে চার দেয়ালের মাঝে। সাধারনত কথা বলার ফাঁকে আমরা বিরতি নেই, কাকতালীয়ভাবে সেই শ্রেণীর সবাই কথা বলার ফাঁকে বিরতি(pause) নিল একসাথে। যেখানে একটু আগে হরেক কথার গুঞ্জন ছিল সেখানে এখন সাময়িক নীরবতা। একে অন্যের দিকে তাকিয়ে হেসে দিয়ে আবার কথা শুরু হয়ে গেল। স্কুলে থাকতে এমনতর ঘটনার অভিজ্ঞতা একাধিকবার হয়েছে আমার। সবার একসাথে থেমে যাওয়ার এই ঘটনাকে কি বলে তা আমি জানি না। ঘটনা ২: খুব সম্ভবত তখন ক্লাস ফোরে পড়ি। দুপুর বেলা খাওয়ার পর চোখ জুড়ে নামলো ঘুম। আনুমানিক ঘণ্টা চারেক ঘুমিয়ে যখন উঠেছি তখন বাইরে আবছা অন্ধকার। আমার মস্তিক মনে করল একটা দিন পার হয়ে গেছে। এখন নিশ্চয়ই সকাল। আমি ঘুম থেকে উঠে শৌচকার্য সেরে ইশকুল ড্রেস পরা শুরু করেছি। মা এসে জিজ্ঞেস করলেন, “কি করতেস?” আমি বললাম ইশকুলে যাবো। মা বেশ অবাক হল, “এই রাতের বেলায় আবার ইশকুল কি?” পরে খেয়াল হল আমার মস্তিক ছোট একটি সময় লম্ফ (time jump) দিয়েছিল। ঘটনা ৩: রাতের বেলা ঘুমোতে গেছি, পুরোপুরি ঘুম এসে পারল না মনে হলো নিচের দিকে পড়ে যাচ্ছি এক ঝটকা মেরে উঠে বসলাম। গুগল করে জানতে পারলাম এই ঘটনার নাম Hypnic Jerk বা hypnagogic jerk।ইন্টারনেটের তথ্য বলছে সবারই এ ধরনের অভিজ্ঞতা কমবেশি হয়ে থাকে। Hypnic Jerk নিয়ে নানা রকম ধারণা প্রচলিত রয়েছে, মজার একখানা উল্লেখ করছি। মানব শরীর, ঘুম আর মৃত্যুর মাঝে পার্থক্য করতে পারে না। কোন এক অজানা কারণে শরীর নিজেকে মেরে ফেলতে চায়, কিন্তু মস্তিস্ক তা হতে দেয় না কেন্দ্রীয় স্নায়ুতন্ত্র(central nervous system) থেকে শরীরে সঙ্কেত(signal) পাঠায়। ফলস্বরূপ সেই ঝাটকা(jerk) অনুভুত হয়। বিচিত্র, তাই না?
Posted on: Mon, 15 Dec 2014 18:39:50 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015