আমার সাংবাদিক বন্ধুদের - TopicsExpress



          

আমার সাংবাদিক বন্ধুদের দৃষ্টি আকর্ষণ করছি। Exclusive suggestion For JSC , SSC & HSC . g নামের ফেসবুক পেইজে এইচ.এস.সি প্রতিটি পরীক্ষার প্রশ্ন ফাঁস করে দেওয়া হচ্ছে। অনেক ছাত্র-ছাত্রীরা খুব খুশীই হচ্ছে। যারা খুশী হচ্ছে, তারা সারা বছর পরিশ্রম না করেই পরীক্ষায় ভাল নাম্বার পেয়ে যাচ্ছে। আর যারা পরিশ্রম করছে পরীক্ষার জন্য দুবছর যাবৎ, তাদের জন্য এটা খুব কষ্টের। পরীক্ষার সময় কমন প্রশ্ন পাওয়ার একটা বাতিক বেশির ভাগ ছাত্র-ছাত্রীদেরই থাকে। কিন্তু এভাবে পরীক্ষার আগে প্রশ্ন পত্র ফাঁস করে দেওয়া রীতিমত অন্যায়। অন্যায় সেসব ছাত্র ছাত্রীদের প্রতি যারা মেধাবী, আত্মবিশ্বাসী এবং সারা বছর পরিশ্রম করেছে। নীচে ফেসবুক পেইজটির লিংক ও ফাঁস করা প্রশ্নপত্রের কিছু স্ক্রীণশট দেওয়া হলো, যেগুলোর সঙ্গে আজকের হয়ে যাওয়া পদার্থ বিজ্ঞান প্রথম পত্রের ৪০ নম্বরের প্রশ্নের মিল আছে !! https://facebook/esfjsh?refid=17
Posted on: Wed, 23 Apr 2014 18:56:11 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015