আমারও বুদ্ধি আছে,, পকেটে - TopicsExpress



          

আমারও বুদ্ধি আছে,, পকেটে টাকা না থাকলে সকালের নাস্তা না করে দুপুর দুইটায় লান্ঞ্চ করে বন্ধুদের বলি আমি স্মার্ট ছেলে তাই দুইটা একসাথে ব্রেকফাস্ট+ লান্ঞ্চ =লান্ঞ্চফাস্ট করি ।। আমরও বুদ্ধি আছে , মাঝে মাঝে ম্যাচে রান্না না হলে এবং পকেটে টাকা না থাকলে না খেয়ে শুয়ে থাকি আর বন্ধুদের বলি ডায়াট কন্ট্রোল করছি তাই বাহিরে খাবোনা(যদিও আমার ক্যাঙ্গারু বডি) ।। আমারও বুদ্ধি আছে, কোথায়ও যাতায়াতে পকেটে টাকা না থাকলে গাড়িতে না উঠে হেঁটে হেঁটে যাই কেউ হাঁটার কথা জিজ্ঞেস করলে বলি ব্যায়ামের কাজ হচ্ছে ভাই । আমারও বুদ্ধি আছে, ম্যাচে কখনো রান্না না হলে যদি বাহিরে খাই ।সস্তা দামের শাক সবজি খেয়ে কেউ জিজ্ঞেস করলে হাসি মুখে পোলাও কোরমা মাংস তেল চর্বি জাতীয় খাবার চেয়ে শাক সবজি স্বাস্হ্যের জন্য ভাল বলে যাই। আমারও বুদ্ধি আছে, পকেটে টাকা না থাকলে কখনো তপ্ত গরমে ভরদুপুরে রেস্টুরেন্টে সবাই যখন দধি লাচ্ছি জুস খায় তখন রেস্টুরেন্টে গিয়ে দুটাকা দিয়ে ঠান্ডা দুগ্লাস পানি খেয়ে হাসি মুখে সবার দিকে তাকিয়ে পানির অপর নাম জীবন মার্কা একটা ঢেঁকুর মেরে যাই ।। আমারও বুদ্ধি আছে, কখনো বন্ধুরা এক সাথে খাবার পার্টি দিলে এবং বিল পে, হিজ হিজ হুজ হুজ নিয়ম করলে পকেটে টাকা না থাকলে আমার পেটে ব্যথা মাথা ব্যথা অথবা জরুরি কাজ পরে যায় ।। আমারও বুদ্ধি থাকে ভাই.. যখন পকেটে টাকা নাই..!! -_~
Posted on: Sun, 30 Jun 2013 17:14:07 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015