আমরা তোমার অবুঝ বান্দা - TopicsExpress



          

আমরা তোমার অবুঝ বান্দা তুলেছি দু-হাত, তুমি প্রভু কবুল কর মোদের মোনাজাত .........গেয়ে যাচ্ছি আমি,আজকে হোস্টেলের শেষ রাত!!ভুলে যাওয়ার মত নয় ইরফানেরKhan Erfan Shihab) গল্প শুনে নিজের বিছানা ছেড়ে পলাশের সাথে ঘুমানো।খাওয়ার পর কারো রুমে গেলে প্লেট বুকে রেখেই চারটা হয়ে যেত;আড্ডা আর তর্কটা ভালই জমত তাই না তানিমRajkumar Mehedi Tanim), মিঠুRakibul Hasan) আর সবাই?।আযান খুরাFrnds-Need A Fellow) দিচ্ছে আযান এই নামায,নামায উঠ সবাই;নাইলে খেতে হতে পারে আলামিন সারের ধুলাই। পুরদারের সর্দার আজকাল বেশি কথা কয়;ঝান্ডুদা কি আজ ও N7610 চালায়?কাজিKazi Shihab) তোর ঘুমানিপাতিক সুত্র আর কাজে লাগছে না,মেডিকেল চাপে ঘুমানিপাতিক ধ্রুবক এখন ব্রাস্ট হয়ে গেছে;সকালের Cocktail না দিতে পারলেও রাতে বাটি কিন্তু কম দেই নাই আর অকটেন সে তো সবার জন্যই unlimited। অকটেন খুর খায়েরKhayer Azad) বেশী খেয়ে লাব নেই ভাই সেল দুর্বল;ছেড়ে দে।চাচা-ভাতিজা(Rony Chandro SeuJoy Barman) শুধু খিল আটকে পরলেই হবে চলো একটা cinema দেইখা আসি।রুগ পটকা ইয়ুনুস তুই নাকি উখতুখুদস,ধামাসিন prescript করবি;পারলে কিছু সরবরাহ করিশ আমার আর ইরফানের প্রচুর লাগে।রয়াল কামরুলRoyal Kamrul) দেখে কি মটু মনে হয়,নোমানAbdullah Al Noman) ভাই ভালোবাসা কিছু আমাদের ও প্রাপ্প হয়।পুষ্টিPolash Ahmed) কে দেখে মনে হয় বেগুন শুধু সুস্বাদুই নয়;পুষ্টি গুন সমৃদ্ধ ও বটে।বিল্লাRdx Arif) ভাই,প্রিন্স রাস্তায় জড়িয়ে ধরে কে চুম্বন দিয়েছিল কারো সাথে গল্প না করলেও আজীবন মনে থাকবে নিশ্চয়ই? আলামিনেরBishonno Nabik) কণ্ঠে,কফি হাউসের সেই আড্ডাটা আজ আর নেই;Madam এর চোখ দিয়ে পানি।একসাথে এত কান্না কেউ কি দেখেছে এর আগে কখনো?সাক্ষী হল তিতাসের প্রত্যেকটা কক্ষ,দরজা,জানালাগুলো।গজল শেষে সবার কথা ফুরিয়ে গেল,রাতটা ও শেষ হল,ব্যাডশিট চেঞ্জ হয়ে হোস্টেলে কারা এল?বন্ধুত্ব বিশাল বন্ধন,কত ভালোবাসা নিয়ে সুখ স্মৃতি রয়ে গেল।
Posted on: Tue, 12 Nov 2013 05:41:57 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015