আমরা হিন্দু তাই আমাদের - TopicsExpress



          

আমরা হিন্দু তাই আমাদের কোন অনুভুতি নেই; এখন আর কোথাও মন্দির ভাংলে আগের মত হুমড়ি খেয়ে জানতে চাই না---- মার খেতে খেতে একটা সময় মনে হয় আমাকে অধম প্রমান করে কেউ যদি উত্তম হতে পারে তবে খহতি কি। সমস্যা এক্টাই আমরা খেয়েও ক্ষমা করে দিতে জানি। সংখ্যালঘু নিযাতন পারশবতী ভারত সহ অনেক দেশেই রাজনিতীর এক চরম হাতিয়ার জানি। তবে বাংলাদেশহের মত আর কোথাও বোধ হয় এত প্রতিবাদ হীন সঙ্খঅ্যালঘু নিজাতন হয় না।তারপর ও এ পি যে আবুল কালাম ঐসব দেশের প্রেসিডেন্ট ও হন----যা সপ্নেও কল্পনা করা এ দেশে উচিত নয়। আমার পড়নের কাপড়টা তবু ও মার খেয়েও এত দিন ছিল। এখন তো তাও যাবার জো হয়েছে।কারণ নিবাচন আস্তে আস্তেই নিয়ম মত হিন্দু দের টানা হেচ্রা শুরু হয়ে গেল। সংসদে শহুরু হল হিন্দুদের নিয়ে নানা মুখরোচক আলোচনা। অপু উকিল ব্যস্ত হলেন খালেদা জিয়ার মা হিন্দু ছিল তা প্রমাণ করতে। আর বি এন পি পুরো দল্টা আরেক কাঠি সরেস। তারা সংসদ থেকে ওয়াক আউট করার সময় বলল---"হরে ক্রিশ্ন হরে রাম শেখ হাসিনার বাপের নাম" আমাদের রাজনীতিতে একটা অসুস্থ প্রতিযোগীতা কে কত বড় ধামিক তা প্রমাণ করার প্রতিযোগিতা, এরপর হলো ও কত বড় নাস্তিক তা প্রমাণ করার প্রতিযোগিতা---------- সংসদের সং দের ভাষা ও আক্রমণ দেখে বুঝতে পারলাম--সামনের নিবাচনের ভিত্তি হবে-------" ছি ছি ও কে ভোট দেবে? ও কত বড় হিন্দু জানো।"
Posted on: Sun, 23 Jun 2013 18:43:15 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015