আর আর ফাউন্ডেশন - TopicsExpress



          

আর আর ফাউন্ডেশন (অফিসিয়াল গ্রুপ) আর. আর. ফাউন্ডেশনের ১৫ সেপ্টেম্বর আবাসিক ট্রেনিং এর জন্য কিছু আপডেটস এখানে একটি বাড়ি ঠিক করা হয়েছে। আপনাদের সবার পছন্দ হবে। রান্নার জন্য একজনকে ঠিক করা হয়েছে। আপনাদের জন্য সকল রুমে চৌকি, তোশক, বালিশ, ১ এমবিপিএস ইন্টারনেট, ফ্যান ও ডাইনিং ইনস্ট্রুমেন্ট এর ব্যবস্থা করা হবে। আসুন দেখেনেই এগুলোর খরচ চৌকি ও একটা টেবিল - ১৩০০ টাকা তোশক - ৬০০ টাকা বালিশ - ২০০ টাকা ইন্টারনেট কানেকশন নেবার প্রাথমিক খরচ - ১০০০ টাকা ফ্যান - ১০০০ টাকা ডাইনিং চার্জ - ৫০০ টাকা এছাড়া আপনার ব্যবহার্য সকল জিনিসপত্র যেমন: ল্যাপটপ/ডেস্কটপ, মাল্টি প্লাগ, বিছানার চাদর, কাথা, পেস্ট, ব্রাশ ইত্যাদি ইত্যাদি নিয়ে আসতে হবে। এই খরচগুলো হল ৪৬০০ টাকা। আপনাকে ৫০০০ টাকা আপনাকে অ্যাডভান্স দিতে হবে। কোর্স শেষে এই টাকার ৫০% ফেরত দেওয়া হবে। এখানে থাকতে প্রতিমাসে আপনার যা খরচ হবে তা একটু দেখে নিন খাওয়া খরচ - ২০০০ টাকা বিদুৎ খরচ - ১০০ টাকা বাড়ি ভাড়া - ৫০০ টাকা ইন্টারনেট বিল - ২০০ টাকা পত্রিকা - ২০ টাকা টিউটর - ৫০০ টাকা মোট ৩১২০ টাকা আপনার প্রতিমাসে খরচ হবে। আপনাকে প্রতিমাসে জমা দিতে হবে ৫০০০ টাকা। অর্থাৎ এখানে মোট তিনমাসে আপনার খরচ হবে আবাসিক বাবদ - ৫০০০ টাকা * ৩ = ১৫০০০ টাকা সার্ভিস চার্জ - ২৫০০ টাকা তিনমাসে মোট খরট ১৭৫০০ টাকা। প্রথমে আপনাকে ৫০০০ + ৫০০০ = ১০০০০ টাকা জমা দিয়ে দিতে হবে। আমি সত্যিই দুঃখিত এতগুলো টাকা একবারে নেওয়ার জন্য। কিন্তু এই টাকা আপনাদের জন্যই খরচ করা হবে। এই টাকা খরচ করে আপনি যা যা শিখতে পারবেন * PSD to HTML - 5 Class * Wordpress Theme Development - 15 Class * Options Framework - 2 Class * Server Management & Others - 3 Class * OpenCart, WooCommerce & E-Commerce Payment Gateway - 10 Class * Email Template Development - 2 Class 6 Marathon Class for each subject. এই শর্তগুলো যারা মানতে পারবেন তারাই শুধুমাত্র পরীক্ষায় অংশগ্রহণ করবেন। Rasel Ahmed
Posted on: Fri, 06 Sep 2013 04:42:27 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015