আলজাজীরার যেই - TopicsExpress



          

আলজাজীরার যেই অনুষ্ঠানটা নিয়ে এতো হইচই সবাই দেখুন, জামাত কিভাবে আন্তর্জাতিকভাবে এই ট্রায়াল বানচাল করবার জন্য কাজ করছে, মাহের সাত্তার নামক এই ছাগলটার রিপোর্টিং দেখে মনে হইলো মুখস্ত করে কথা বলতেসে, অনুষ্ঠানটিতে কয়েকবার এই সংখ্যা নিয়ে কথা উঠেছে, বার্গম্যান স্পষ্ট একবার বলেছেন দা অফিসিয়াল ডেথ টোল ওয়াস ৩ মিলিয়ন - কিন্তু রিপোর্টার মাহেরের বলা কথাতে স্পষ্ট মিথ্যাচার করে সংখ্যাটিকে ৩-৫ লক্ষ বলা হয়েছে, ইন্টারন্যাশনাল মিডিয়ার একজন রিপোর্টার এর (বাঙালি কেউ এই সংখ্যা ভুল করবে যেখানে প্রাইমারি স্কুল থেকে এই সংখ্যা শেখানো হয়) এই ধরনের ভুল বা ইচ্ছাকৃত বা উদ্দেশ্যপ্রণোদিত রিপোর্টিং ক্ষমার অযোগ্য| মুক্তিযুদ্ধ বিষয়ক যেকোনো তথ্য বিকৃতি রোধে আইন এখন সময়ের দাবি| (বিদ্র: টবি ক্যাডম্যান শুওরের মতো ঘোত ঘোত কইরা যা কইলো তাতে স্পষ্ট যে জামাত ভালো শুওর পালে, হাজার হইলেও আড়াই কোটি ডলার, টোবি তুমি যতোই ঘোতঘতাও তোমার রাজাকার বাঁচাতে পারবা না) জয় বাংলা, বাংলার মাটিতে রাজাকারের বিচার হবেই, জয় বঙ্গবন্ধু m.youtube/watch?feature=share&v=4AFen4J1DwA
Posted on: Sun, 09 Nov 2014 14:41:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015