আলট্রা এইচডি “মেগা - TopicsExpress



          

আলট্রা এইচডি “মেগা ট্যাবলেট” নিয়ে আসছে প্যানাসনিক দিন দিন স্মার্টফোনের আকার যেমন বাড়ছে, ট্যাবলেট এর আকার তেমনি কমছে। সকলেরই মনোযোগ এখন কিভাবে সবচেয়ে কম ওজনের স্মার্ট পণ্য তৈরি করা যায়। হাল্কা, পাতলা ও দ্রুতগতির পণ্য তৈরীর এই ইঁদুর দৌড়ে সামিল হওয়ার বদলে জাপানের ওসাকা-কেন্দ্রিক বহুজাতিক কোম্পানি প্যানাসনিক এবারে নিয়ে আসছে এক অভিনব উদ্ভাবনী ট্যাবলেট। এই বছরের শুরুতে কনজ্যুমার ইলেকট্রনিক্স শো(CES)-এ প্যানাসনিক তাদের টাফপ্যাড নামের ২০ ট্যাবলেট বাজারে আনার ঘোষণা দেয়। ৩৮৪০ x ২৫৬০ পিক্সেল রেজ্যুলুশন সম্পন্ন এই ট্যাবলেটের প্রাথমিক ঘোষণাতে ছিল ১.৮ গিগাহার্জ কোর-আইফাইভ প্রসেসর, ৪ গিগাবাইট র‍্যাম ও ১২৮ গিগাবাইট হার্ডডিস্ক। তবে কিছুটা পরিবর্তিত কনফিগারেশনে জানুয়ারী মাসে এই ট্যাবলেট বাজারে আসবে ৮ গিগাবাইট র‍্যাম ও ২৫৬ গিগাবাইট হার্ডডিস্ক নিয়ে। এত বড় ট্যাব, কখনো দেখেনি কেউ ছবি: cnet এই মেগা ট্যাবলেট চলবে উইন্ডোজ ৮.১ প্রো অপারেটিং সিস্টেমে । আধা ইঞ্চিরও কম পুরুত্বের এই ট্যাবলেটের ভর পাঁচ পাউন্ডের সামান্য বেশী। এর ব্যাটারি ব্যাকআপ দেবে প্রায় দুই ঘণ্টা। আর সম্মুখ ক্যামেরার রেজ্যুলুশন হবে ১২৮০x৭২০। বিশ ইঞ্চি এ ট্যাবলেটের মূল্য যে সবার হাতের নাগালের মধ্যে হবে না তা সহজেই অনুমান করা যায়। ৬০০০ ডলার দামের এই ট্যাবলেট এর সম্ভাব্য ক্রেতা হাসপাতাল, জাদুঘর অথবা বড় কর্পোরেট অফিসগুলো
Posted on: Thu, 21 Nov 2013 10:53:40 +0000

Trending Topics



in-height:30px;">
♥ J-ROCKSTARS ♥ J-ujur R-ukun O-rang
Al Capone is a great example on Boardwalk Empire. Heres a guy whos
CRAZY ENGLISH ..... Principal to student... I saw u yesterday

Recently Viewed Topics




© 2015