আল্লাহ মহাপরাক্রমশীল, - TopicsExpress



          

আল্লাহ মহাপরাক্রমশীল, তিনিই সর্ব-শক্তিমান । তার কৃপায় ইউনিভার্সিটির একটা Problem solve করতে সফল হলাম যার জন্য সাত মাস থেকে আমার দুচোখে ঘুম ছিলনা । Any way- 7 Month to go to complete my graduation. Friends, মা বাবার দোয়া কিন্তু জীবনে সফলতার 1st phase. So লজ্জা না করে- 1. Respect করা । 2. তাদের যতদূর সম্ভব সেবা করা । 3. মা-বাবার কাছে দোয়া চাওয়া । Self-phylosophy by Imran Farhad Siddique. তা ছাড়া যাদের প্রতি আমি কৃতগ্গ । জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের- 1. Bsl president শরিফুল ইসলাম ভাই । 2. Bsl central vice president মিজানুর রহমান মিজান ভাই । 3. Assistant professor মেজবাহু-উল আযম শওদাগর স্যার । 4. Proctor নুর মুহাম্মদ স্যার । 5. Vice চ্যান্সেলর ড. মিজানুর রহমান স্যার (Phd) এবং রাজশাহী ইউনিভার্সিটির Proctor আমার মামাতো ভাই Professor Dr. চৌধুরী জাকারিয়া স্যার (Phd). আল্লাহ হাফেজ ।
Posted on: Thu, 04 Dec 2014 10:36:09 +0000

Trending Topics



n-left:0px; min-height:30px;"> Below is the entire review of the book THE GORGEOUS NOTHINGS. This
Seattle Mariners Ichiro Suzuki Autographed / Signed Photo Full

Recently Viewed Topics




© 2015