আস - TopicsExpress



          

আস সালামুয়ালাইকুম আলহামদুলিল্লাহ, আমার ছেলে ফাইয়াজ বিন হাসান next year, class 7 এ Sydney এর একটি renowned মুসলিম Private School [AL-Faisal College, Auburn] এ chance পেয়েছে । এই School এ Australia এর Education Syllabus ছাড়াও ARABIC, QURAN & ISLAMIC STUDIES থাকবে। মুসলিম স্কুলের প্রচুর demand থাকা সত্ত্বেও sydney তে হাতে গোনা কয়েকটি ভাল মুসলিম স্কুল রয়েছে। তাই এই সব স্কুলে একটি place পাওয়া অনেক ভাগ্যের ব্যপার। আলহামদুলিল্লাহ, আল্লাহ্‌ তালা আমার ছেলের জন্য কবুল করেছেন। এই স্কুলে ক্লাস 7 থেকে ক্লাস 12 পর্যন্ত পড়ার সুযোগ পাবে। ইনশা আল্লাহ্‌ তারপর তাকে মদিনা বিশ্ব বিদ্যালয়ে পরানর ইচ্ছা আছে। আল্লাহ্‌ যেন আমার আশা কবুল করেন।আমীন. সকল দীনি ভাই ও বোনেরা আমার ছেলের জন্য দুয়া করবেন।‘ জাজাক আল্লাহু খইরন।
Posted on: Thu, 27 Nov 2014 00:38:21 +0000

Recently Viewed Topics




© 2015