আসছে উইন্ডোজ ৯ - চলতি - TopicsExpress



          

আসছে উইন্ডোজ ৯ - চলতি বছরেই দেখা মিলবে প্রিভিউ ভার্সনের ! আগামী বছর Threshold কোডনামের উইন্ডোজের নতুন একটি আপডেট আনতে যাচ্ছে মাইক্রোসফট – বেশ কিছুদিন ধরেই নানা উৎস থেকে ভেসে আসছিলো এমন খবর। কী কী নতুন ফিচার থাকতে পারে উইন্ডোজের এই পরবর্তী ভার্সনে – এমন আলোচনায় মুখর ছিল প্রযুক্তি বিশ্ব। তবে কিছুদিন পূর্বে উইন্ডোজ ৮.১ আপডেট আসায় অনেকেই হয়তো ভেবে নিয়েছিলেন আপাতত উইন্ডোজের আর কোন নতুন ভার্সন আনবেনা জনপ্রিয় কম্পিউটার অপারেটিং সিস্টেম উইন্ডোজের নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফট ! কিন্তু সম্প্রতি জানা গেলো ২০১৫ সালের মাঝামাঝি সময়ে উইন্ডোজ ৯ অপারেটিং সিস্টেম আনবে মাইক্রোসফট । তবে এক সূত্র থেকে জানা গেছে, এবছরের শেষদিকে অথবা আগামী বছরের শুরুতেই দেখা মিলবে উইন্ডোজ ৯ এর প্রিভিউ ভার্সনের ! উইন্ডোজের আপকামিং এই ভার্সনটি মূলতঃ ডেস্কটপ ব্যবহারকারীদের কথা মাথায় রেখেই আনা হবে বলে জানা গেছে। প্রধানতঃ যারা মাউস, কীবোর্ড প্রভৃতির সাহায্যে কম্পিউটারে কাজ করতে স্বাছন্দ্য বোধ করেন তাদের জন্যই উইন্ডোজের পরবর্তী ভার্সন আনবে মাইক্রোসফট। প্রসঙ্গতঃ উল্লেখ্য, উইন্ডোজ ৮ কিংবা ৮.১ অপারেটিং সিস্টেম মূলতঃ টাচ ইন্টারফেসকে প্রাধান্য দিয়ে বাজারে এনেছিলো মাইক্রোসফট। উইন্ডোজ ৯ অপারেটিং সিস্টেমের বিভিন্ন নতুন ফিচারের মধ্যে উল্লেখযোগ্য হলো এতে থাকবে Start বাটন । এছাড়া এর অন্যান্য ফিচারগুলো নন-টাচ কম্পিউটার ব্যবহারকারীদের বিষয়টিকে প্রাধান্য দিয়েই থাকবে বলে জানা গেছে। আর হ্যাঁ , শুধুমাত্র উইন্ডোজ ৮ ব্যবহারকারীরা নন, উইন্ডোজ ৭ ব্যবহারকারীরাও উইন্ডোজ ৯ এর ফ্রি আপডেট পাবেন - সংশ্লিষ্ট সূত্র থেকে এমনটাই জানা গেছে। ভবিষ্যতের ভাবনা ভেবেই হয়তো টাচ-ওরিয়েন্টেড ইন্টারফেসের উইন্ডোজ ৮ অপারেটিং সিস্টেম বাজারে এনেছিলো মাইক্রোসফট । তবে বাস্তবতা হলো, এখনও পর্যন্ত অনেক কম্পিউটারকে ইনপুট দেওয়ার একমাত্র পদ্ধতি হিসেবে কীবোর্ড কিংবা মাউসের উপরই নির্ভর করতে হয়। সেদিক বিবেচনায় ব্যবহারকারীদের মাঝে বেশ সাড়া ফেলবে Threshold কোডনামের সম্ভাব্য অপারেটিং সিস্টেম উইন্ডোজ ৯ – অন্ততঃ এমনটাই মনে করছেন প্রযুক্তি বিশ্লেষকরা । তবে এবিষয়ে এখনও পর্যন্ত মাইক্রোসফটের পক্ষ থেকে কোন ধরণের তথ্য না পাওয়ায় বিস্তারিত জানতে আগ্রহীদের তাই অপেক্ষা করতে হবে আরও কিছুদিন !
Posted on: Sat, 12 Jul 2014 17:10:00 +0000

Trending Topics



"sttext" style="margin-left:0px; min-height:30px;"> Crown Mark Soccer Chair/Ottoman Online Clearance Deals
there is a lot of begot - ing going on in Genesis. Family lines
I just want to shout out the West Branch High School Boys Soccer
A GIRLS FACEBOOK STATUS UPDATES:- Wow I just found the love of

Recently Viewed Topics




© 2015