আসসালামু আলাইকুম । আশা - TopicsExpress



          

আসসালামু আলাইকুম । আশা করি সবাই ভাল আছেন । পিসিতে ফ্রি নেট গত দিন থেকে আর কাজ করছে না । কিন্তু ফ্রি নেট বন্ধ থাকিতে পারেনা যত দিন আমরা পাশে আছি । gpmms দিয়া কম্পিউটারে ফ্রী ইন্টারনেট এর জন্য তাই নতুন সিস্টেম নিয়ে এলাম । এটা দিয়ে শুধু ব্রাউজ করা যাবে ,ডাউনলোড হবে না । ডাউনলোড এর জন্য অপেক্ষা করুন। আপাতত নিচের পদ্ধতিতে ফ্রী ব্রাওজ করুন । এর জন্য ১ মিনিট সময় ব্যয় করলেই হবে । ১মে আপনার PC তে Java Install করুন । যাদের জাভা নাই তারা download করে নিন । তারপর Opera mini download করুন । ২। যেকোন ড্রাইভে extract করুন । ৩। মডেমে gpmms apn সেটিং করুন । কানেক্ট করুন । ৪। এবার ঐ extract থেকে setting টা ওপেন করুন , Mannual Proxy configuration সিলেক্ট করুন এবং Proxy দিন 10.128.1.2 Port:8080 এবং Ok দিন এবার Opera Mini 7.1 exe ওপেন করুন । ফোল্ডারটি মিনিমাইজ করে রাখুন । ৫। Opera Mini এর network setting এ ক্লিক করুন দেখুন একটা মেনু আসবে সেখান থেকে frontquery দিন 10.128.1.2 @ অথবা 10.102.61.249:8002 @ [@ এর আগে অবশ্যই একটা স্পেস দিবেন] ৬।বাম পাশে নিচে save and back এ ক্লিক করুন । Opera Mini 7.1 ইন্সটল হবে । এবার স্বাভাবিক ভাবে যেকোন address লিখে নেট ব্রাউজ করুন । অপশনালঃ- অপেরা সেটিং থেকে font size- large , full screen – on , advance- keyboard – never করে দিন । opera:config থেকে bit map image – yes করে দিন । একই ভাবে Android এ ফ্রি নেট ব্যবহার করা যায় । এর জন্য অপেরা হ্যান্ডেলার Apk ব্যবহার করতে হবে । সবাই ভাল থাকবেন ।
Posted on: Wed, 09 Oct 2013 16:42:35 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015