আস্সালামুআলাইকুম। - TopicsExpress



          

আস্সালামুআলাইকুম। প্রিয় সহকর্মী, গত ২৫/১০/২০১৪ ইং আমাদের চট্টগ্রাম সার্কিট হাউজে অনুষ্টিত হলো Access Router Installation প্রোগ্রাম শেষ হলো। সেদিন উদ্ভোধনী অনুষ্টানে আমাদের PD স্যার জানালেন, নিয়োগ পত্রে লেখা আছে “প্রকল্প মেয়াদ শেষ হওয়ার পরও উপজেলা পর্যায় একজন টেকনিশিয়ান রাখার বিধান রাখা আছে” তিনি আরো বলেন, মেয়াদ শেষ হলে UNO দের সাথে কথা বলব তারা যদি বলে, আপনাদের প্রয়োজন সেহেতু আমরা উপজেলা পরিষদের সাথে আপনাদের Absorb করে দেওয়া হবে। যেহেতু একদম মাঠ পর্যায় আমরা UNO দের সাথে কাজ করি। এখন আমাদের যা করতে হবে। সেটি হলো আমাদের প্রয়োজন আছে সেটি বুঝাতে হবে আমাদের কর্ম দক্ষতা দিয়ে। নেতিবাচক কোন লেখা যাবে না। কারণ, আমরা যদি বলি মেয়াদ শেষ হলে আমাদের চলে যেতে হবে, তাহলে প্রকল্প পরিচালকরা বলবে তারা নিজেরা চলে যেতে চাইচে আমরা তাদের আটকে রাখব কিজন্য? তার ছেয়ে বড় কথা হলো আমাদেরও কিছু কাজ জানা থাকতে হবে, যেমন Hardware, Software, Programming, Coading ইত্যাদি বিষয় সম্পর্কে। Inn Shaa Allah বিশ্বাস রাখুন আমরা ডিজিটাল বাংলা তৈরীর সৈনিক আমরাই মাঠ পর্যায় কাজ করছি আমাদের চাকুরী স্থায়ী হবে।
Posted on: Wed, 29 Oct 2014 06:00:24 +0000

Trending Topics



Recently Viewed Topics




© 2015